বর্তমানে এয়ারপড তৈরি করা হয় ভিয়েতনাম এবং চিনে। অন্য দিকে, বিটস হেডফোনের বেশিরভাগই তৈরি হয় ভিয়েতনামে। মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে আইফোন ১৪ অর্থাৎ ভারতে যে সকল আইফোন অ্যাসেম্বল করা হয়েছে সেগুলো খুব শীঘ্রই ইউরোপের বাজারে রফতানি করা হবে। ভারতে অ্যাসেম্বেল হওয়া আইফোন ১৪-র বিক্রি শুরু হবে বছরের চতুর্থ কোয়ার্টারে। বাজারের বিশেষজ্ঞদের মতে অ্যাপল চিনে আইফোন ১৫ ম্যানুফ্যাকচার করার সঙ্গে সঙ্গে ভারতেও সেই কাজ শুরু করতে পারে। জে পি মরগানের অ্যানালিসিস অনুযায়ী অ্যাপল তাদের নতুন আইফোন ১৪-র প্রোডাকশনেপ ৫% ভারতে নিয়ে আসতে পারে এই বছরের শেষের দিকে। ২০২৫ সালের এটি পৌঁছাতে পারে ২৫ শতাংশে। অর্থাৎ ভারতেই ধীরে ধীরে বাড়তে চলেছে অ্যাপলের আইফোনের উৎপাদন। এছাড়াও অ্যাপলের এয়ারপড ও বিটস হেডফোন তৈরি হতে চলেছে ভারতেই।
advertisement
ভারতে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়ার জন্য এবং সহজে ব্যবসার জন্য অ্যাপল আইফোনের উৎপাদনও বাড়াতে পারে। ভারতে এই বছর ফ্রেন্ডলি লোকাল ম্যানুফ্যাকচারিং পলিসি অনুযায়ী মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে ৮৫% বাড়তে পারে আইফোন প্রোডাকশন। সুতরাং ভারতেই শুরু হতে চলেছে অ্যাপলের বিভিন্ন ধরনের পণ্য তৈরি।