কিন্তু প্রতিনিয়ত ঘটে চলা বিভিন্ন ধরনের স্ক্যামের ওপর নজর দিয়ে অ্যাপল তাদের ইউজারদের জন্য নিয়ে এসেছে নতুন ওটিপি (OTP) কোড সিস্টেম। এর মাধ্যমে আইফোনের ইউজারদের সুরক্ষা প্রদান করা হবে। এর জন্য অ্যাপলের তরফে বিভিন্ন কোম্পানিকে জানানো হয়েছে যে আইফোনের ইউজারদের এসএমএস (SMS) কোড পাঠানোর ফরম্যাট বদল করতে।
অ্যাপলের তরফে নতুন এই পদ্ধতি নিয়ে আসার কারণ হল আইফোনের ইউজারদের বিভিন্ন ধরনের ফিশিং অ্যাটাক থেকে রক্ষা করা। এসএমএস, ভেরিফিকেশন কোড, ওটিপি ইত্যাদির মাধ্যমে ফিশিং অ্যাটাকের সম্ভাবনা রয়েছে। এর জন্য আইফোনের ইউজারদের সুরক্ষা প্রদান করার জন্য অ্যাপল নিয়ে এসেছে নতুন পদ্ধতি। বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের কাজের জন্য ইউজারদের বিভিন্ন ধরনের এসএমএস, ভেরিফিকেশন কোড ও ওটিপি পাঠিয়ে থাকে।
advertisement
এখন থেকে অ্যাপল সেই সকল এসএমএস, ভেরিফিকেশন কোড ও ওটিপি ভেরিফাই করে তারপর ইউজারদের ফোনে পাঠাবে। এর ফলে আইফোন ইউজারদের কাছে কেউ কোনও ফেক এসএমএস, ভেরিফিকেশন কোড ও ওটিপি পাঠাতে পারবে না। আইফোন ইউজারদের একটি আইডি কোড তৈরি করা হবে। সেখানেই কোম্পানির তরফে ভেরিফাই করা সকল এসএমএস, ভেরিফিকেশন কোড, ওটিপি আসবে।
আরও পড়ুন: অ্যাপল ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন আইফোন এবং আইপ্যাড, জেনে নিন এক ঝলকে!
এটি এখনও পরিষ্কার নয় যে সকল আইফোন ইউজারদের জন্যই নতুন এই ফিচার চালু করা হয়েছে কি না। আগের বছর অ্যাপল এই ফিচার চালু করলেও সম্প্রতি কয়েকজন ইউজার তার আইফোনে দেখতে পেয়েছে নতুন এই ফিচার। কিন্তু এটি সকল আইফোন ইউজারদের জন্যই চালু করা হয়েছে কি না সেই বিষয়ে কোম্পানির তরফে এখনও কিছু জানানো হয়নি। টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে নিজেদের ফোনের ডিভাইস সুরক্ষিত রাখা সম্ভব। কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের ফেক এসএমএস, ভেরিফিকেশন কোড ও ওটিপি পাঠিয়ে ইউজারদের বোকা বানানো হচ্ছে। এই ধরনের সমস্যা থেকে আইফোনের ইউজারদের বাঁচাতে অ্যাপল নিয়ে এসেছে নতুন এই ফিচার।