আনন্দ বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, সম্প্রতি দেশে অক্সিজেন সরবরাহের বিষয়টিও তিনি সবার নজরে নিয়ে এসেছেন সেই সোশ্যাল মিডিয়া মারফত। জানিয়েছেন যে মাহিন্দ্রা গ্রুপের তরফ থেকে শুরু হল Oxygen On Wheels নামে এক উদ্যোগ। সম্প্রতি এই লক্ষ্যে বেশ কয়েকটি বোলেরো গাড়ি পথে নেমে গিয়েছে মাহিন্দ্রা গ্রুপের পক্ষ থেকে। তারা উৎস থেকে অক্সিজেন নিয়ে পৌঁছে দেবে হাসপাতালে, স্বাস্থ্যকেন্দ্রে, দরকারে বাসভবনেও। ঠিক তেমনই ফাঁকা অক্সিজেন সিলিন্ডার রিফিল করে তা আবার সরবরাহও করবে। আনন্দ প্রতিশ্রুতি দিয়েছেন যে আরও ৫০ থেকে ৭৫টি গাড়ি তিনি খুব তাড়াতাড়ি পথে নামাবেন।
advertisement
জানা গিয়েছে যে এই উদ্যোগ শুরু করার খুব অল্প সময়ের মধ্যেই দেশের ১৩টি হাসপাতাল, যারা অক্সিজেনের অভাবে ধুঁকছিল, তাদের ৬১টি জাম্বো অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে উঠতে পেরেছে Oxygen On Wheels। আপাতত এই পরিষেবা চালু আছে নাসিক, মুম্বই, থানে এবং নাগপুরে। ধীরে ধীরে এই পরিষেবা যে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে, সে কথা উল্লেখ করতে ভোলেননি আনন্দ।
দেশের প্রথিতযশা উদ্যোগপতিদের মধ্যে অবশ্য এই অক্সিজেন সমস্যা দূর করার লক্ষ্যে এগিয়ে রয়েছেন রতন টাটা (Ratan Tata)। চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে জানা গিয়েছিল যে তরল অক্সিজেন সরবরাহ করার জন্য ২৪টি ক্রায়োজেনিক কন্টেনার্স আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে টাটা গ্রুপ। আনন্দ মাহিন্দ্রার মতো এই সংবাদটিও টাটা গ্রুপের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মারফত পৌঁছে দেওয়া হয় জনসাধারণের কাছে। এই উদ্যোগ ব্যয়বহুল হলেও তাকে ক্ষুদ্র প্রচেষ্টা বলে দাবি করেন টাটা; একই সঙ্গে জানান যে রাজ্য সরকার এবং হাসপাতালগুলোয় প্রতি দিন ২০০ থেকে ৩০০ টন তরল মেডিক্যাল অক্সিজেনও তাঁরা সরবরাহ করবেন।