জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ভারতে তাদের প্রাইম ডে সেল ইভেন্টের জন্য প্রস্তুত। অ্যামাজন কোম্পানির অফিসিয়াল পেজে এই সেলের তারিখটি নিশ্চিত করা হয়েছে। জুলাই মাসে এই সেলের বিক্রি শুরু হতে চলেছে। এই বিষয়ে প্রথমেই জেনে রাখা প্রয়োজন যে, অ্যামাজনের প্রাইম ডে সেল শুধুমাত্র সেইসব গ্রাহকদের জন্য, যাঁরা প্রাইম সাবস্ক্রাইব করেছেন। অ্যামাজন ইন্ডিয়া এই সেলের জন্য একটি আনুষ্ঠানিক ঘোষণা করেছে এবং লাইভ ব্যানারটি প্রকাশ করে জানিয়েছে যে প্রাইম ডে সেল আগামী ১৫ জুলাই শুরু হবে ও দুই দিন ধরে চলবে।
advertisement
অর্থাৎ প্রাইম ডে সেল ১৫ এবং ১৬ জুলাই লাইভ হবে। জেনে রাখা প্রয়োজন যে, বিগত বছরও জুলাই মাসেই প্রাইম ডে সেলের আয়োজন করা হয়েছিল। প্রতি বছরের মতো এবারও প্রাইম ডে সেল অনেক অফার নিয়ে আসতে চলেছে। এই সেলে ফোন, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্সে বিশাল ছাড় দেওয়ার বিষয়টি সামনে এসেছে।
সেল চলবে দুদিন –
প্রাইম ডে সেল লাইভ চলাকালীন অ্যামাজন ইন্ডিয়ায় বেশ কিছু ডিল দেওয়া হবে। Amazon.in-এ গেলেই প্রথম পাতায় এই ‘প্রাইম ডে’ সেল দেখা যাচ্ছে। এটিতে ক্লিক করলে, অ্যামাজনের এই সেলের তালিকাটি খুলবে। এখানেই ব্যানারে ১৫-১৬ জুলাই উল্লেখ করা হয়েছে প্রাইম ডে হিসাবে।
আরও পড়ুন: একবার চার্জেই ১০ দিন, একশোরও বেশি স্পোর্টস মোড! ২ হাজার টাকার কমেই এই স্মার্টওয়াচ মন জয় করবে
অফারের কথা বললে বলতে হয় যে, এই বছরও ব্যাঙ্ক ও ওয়ালেট অফার দেওয়া হবে সেলের মধ্যে। বিগত বছর অ্যামাজন ইন্ডিয়া প্রাইম ডে সেলের সময় ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করার জন্য ICICI ব্যাঙ্ক এবং SBI কার্ডের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এবারও একই রকম হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বদলে যাবে WhatsApp-এর মেসেজিং! কী হতে চলেছে? জানুন
এই সেলে স্মার্টফোনের উপরে নো-কস্ট ইএমআই অফার ও এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। প্রত্যেকবারের মতো এবারও সেলের মধ্যে গ্রাহকরা Amazon-এ উপলব্ধ জনপ্রিয় স্মার্টফোনগুলিতে বড় ডিসকাউন্টের সুবিধা পাবেন। এছাড়াও ইলেকট্রনিক আইটেম, যন্ত্রপাতিগুলিও ৭৫% পর্যন্ত ছাড়ে উপলব্ধ করা হবে।