TRENDING:

Amazon Diwali Sale 2024: দীপাবলিতে নতুন করে সাজান ঘর, জেনে নিন কোন কোন জিনিসে মিলবে আকর্ষণীয় ছাড়

Last Updated:

Amazon Diwali Sale 2024: দিওয়ালির সময় অনেকেই কেনাকাটা করেন। ঘর সাজান নতুন করে। হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে ইলেকট্রনিক্স গ্যাজেট কিংবা রান্নাঘরের জিনিসপত্র, তালিকায় থাকে সবকিছুই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Amazon Diwali Sale 2024: দিওয়ালির সময় অনেকেই কেনাকাটা করেন। ঘর সাজান নতুন করে। হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে ইলেকট্রনিক্স গ্যাজেট কিংবা রান্নাঘরের জিনিসপত্র, তালিকায় থাকে সবকিছুই। দিওয়ালি এবং ধনতেরস উপলক্ষ্যে এবার এই সমস্ত জিনিসের উপর বিপুল ছাড় নিয়ে এল অ্যামাজন। টিভি, সাউন্ডবার কিংবা প্রোজেক্টরেও মিলছে ব্যাপক ডিসকাউন্ট।
advertisement

বাড়িরর আবশ্যিক জিনিসপত্রের কথা বললে অ্যামাজন ডিলে এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার ইত্যাদিতে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। দাম চলে আসছে একেবারে বাজেটের মধ্যে। সঙ্গে থাকছে দেশের সেরা ব্র্যান্ডের জিনিস কেনার সুযোগ। বিভিন্ন ক্যাটেগরিতে কী ডিল রয়েছে, কী অফার চলছে, সে সব জানা যাচ্ছে অ্যামাজন প্রোমোতে। নিজের জন্য দিনের সেরা ডিল খুঁজে নিতে গ্রাহকের কোনও অসুবিধাই হবে না।

advertisement

অ্যামাজনের এই অফার সীমিত সময়ের জন্য। হাতছাড়া করলে পস্তাতে হবে। দিওয়ালির কেনাকাটার সব কিছুতে ব্যাপক ডিসকাউন্ট পেতে চাইলে এটাই আদর্শ সময়। এখানে কিছু লোভনীয় ছাড়ের তালিকা দেওয়া হল।

1000W-এর Bosch TrueMixx প্রো মিক্সার গ্রাইন্ডার পাওয়া যাচ্ছে ৪০ ডিসকাউন্টে। ৪টি জার সহ এর দাম ৬,৩৩৯ টাকা।

advertisement

আরও পড়ুন: ৮০ শতাংশ পেট্রোল, ২০ শতাংশ ইথানল! এতে বাইক, গাড়ির ক্ষতি হবে নাকি ভাল? জেনে নিন

Bose SoundLink Revolve+ (Series II), 360° ওয়্যারলেস সার্উন্ড সাউন্ড সহ পোর্টেবল এবং দীর্ঘস্থায়ী ব্লুটুথ স্পিকারের দাম ১৮,৪৯৯ টাকা। সব মিলিয়ে ৩৭ শতাংশ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।

রোটেবল ডিজাইন সহ 1080p ফুল এইচডি রেজোলিউশনের বিল্ট-ইন স্ট্রিমিং অ্যাপস সহ পোর্টরোনিক্স বিম 470 স্মার্ট এলইডি প্রজেক্টর বিক্রি হচ্ছে ৮৭৯৯ টাকায়। মিলছে ৬৫ শতাংশ ডিসকাউন্ট।

advertisement

ওয়্যারলেস স্যাটেলাইট, ডলবি অডিও, 525 ওয়াটস আউটপুট পাওয়ার সহ ZEBRONICS Zeb-Juke BAR 9500WS PRO Dolby 5.1 সাউন্ডবার পাওয়া যাচ্ছে ৭৮ শতাংশ ডিসকাউন্টে। দাম ১০,৯৯৮ টাকা।

আরও পড়ুন: ল‍্যাপটপ, কম্পিউটারের কি-বোর্ডে F এবং J অক্ষরের উপর দাগ থাকে কেন বলুন তো? কারণটা জানলে মাথা ঘুরে যাবে

ইন্ডাস ভ্যালি সুপার স্মুথ কাস্ট আয়রন কুকওয়্যার সেট + ফ্রি আয়রন তড়কা প্যান বিক্রি হচ্ছে ৩,৫৮৭ টাকায়। মিলছে ৫২ শতাংশ ডিসকাউন্ট।

advertisement

VATSHVI-এর ডিনারওয়্যার সেট, সিরামিক কিচেন ফ্লোরাল ডিনার সেট, কোয়ালিটি পোর্সেলিন, ডিশওয়াশার সেফ পাওয়া যাচ্ছে ১৭০৯ টাকায়। মিলছে ২৮ শতাংশ ডিসকাউন্ট।

রেক্ট্যাঙ্গেল ফুড স্টোরেজ কন্টেইনার ও এয়ার ভেন্ট লিড সহ ফেমোরা বোরোসিলিকেট গ্লাস মাইক্রোওয়েভ সেফ পাওয়া যাচ্ছে ২৮ শতাংশ ডিসকাউন্টে। দাম দাঁড়াচ্ছে ১৭৮৯ টাকা।

Havells Instanio 3 লিটার ইনস্ট্যান্ট ওয়াটার হিটার বিক্রি হচ্ছে ৩,৭৯৯ টাকায়। মিলছে ৩৮ শতাংশ ডিসকাউন্ট।

সেরা ভিডিও

আরও দেখুন
রীতি মেনে নৈহাটি বড় মা কালীর পুজো! লক্ষাধিক ভক্তদের মাঝে চলছে প্রসাদ বিতরণ
আরও দেখুন

Lenovo IdeaPad Slim 1 AMD Ryzen 5 5500U 15.6 ইঞ্চির ল্যাপটপ পাওয়া যাচ্ছে ৩৬,৯৯০ টাকায়। পাওয়া যাচ্ছে ৩৭ শতাংশ ডিসকাউন্ট।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Amazon Diwali Sale 2024: দীপাবলিতে নতুন করে সাজান ঘর, জেনে নিন কোন কোন জিনিসে মিলবে আকর্ষণীয় ছাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল