ভারতের বাইরে এই স্মার্টওয়াচ এর আগেই এসে গিয়েছে। গত বছরই বিশ্ববাজারে নিজেদের এই স্মার্টওয়াচ লঞ্চ করেছিল Redmi। তারই খানিকটা toned-down ভার্সন হিসেবেই ভারতে আসছে Redmi Smart Watch 2। এর আগেই Xiaomi-র তরফে বলা হয়েছিল যে, ৯ মার্চই নতুন ফোন— Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+ ভারতে লঞ্চ করা হবে। সম্প্রতি সংস্থার তরফে জানানো হয়েছে, Redmi Smart Band Pro fitness wearable ঘড়ি আসতে চলেছে বাজারে। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৩,৯৯৯ টাকা।
advertisement
আরও পড়ুন: অনলাইন ট্রানজাকশন দারুণ কাজের, মোবাইল ওয়ালেট সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি কি জানেন?
যে হেতু বিশ্বের অনেক দেশেই Redmi Watch 2 Lite পাওয়া যায়। তাই এর যে কী বিশেষত্ব তা ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেকেই জেনে ফেলেছি। Redmi Watch 2 Lite মূলত তিনটি রঙে পাওয়া যায়, আইভরি, কালো, নীল। ১০.৭mm ঘনত্ব-সহ বর্গাকার ডায়ালে ১.৫৫ ইঞ্চি টাচ ডিসপ্লে থাকছে। ৩২০×৩৬০ পিক্সেল রেজোলিউশন। ডান দিকে থাকছে ফিজিকাল বটন।
সেন্সরের মধ্যে রয়েছে হার্ট রেট সেন্সর (heart rate sensor), অ্যাসেলেরোমিটার (accelerometer), জাইরোস্কোপ (gyroscope) এবং ইলেক্ট্রনিক কম্পাস (electronic compass)।
আরও পড়ুন: ইউক্রেনের অনুরোধ খারিজ, বন্ধ করা যাবে না রাশিয়ার ওয়েবসাইট
Redmi Watch 2 Lite smartwatch –এর সঙ্গে থাকছে ২৬২mAh ব্যাটারি। সংস্থার দাবি, ওই ব্যাটারি প্রায় ১০ ঘণ্টা ব্যাকআপ দেবে। তবে বিশেষ ‘heavy usage mode’ অপশন ব্যবহার করলে তা প্রায় ৫ দিন পর্যন্ত চলতে পারে. ৫ATM water-resistant ক্ষমতা রয়েছে এই ঘড়ির। অর্থাৎ হালকা বৃষ্টি বা হঠাৎ ছিটকে আশা কোনও জল থেকে রক্ষা করতে পারে নিজেকে।
Android স্মার্টফোন বা Apple iPhone, যে কোনও কিছুর সঙ্গেই ব্যবহার করা যেতে পারে এই স্মার্টওয়াচ। থাকছে ব্লু-টুথ কানেক্টিভিটি। ফিটনেস ফিচারের মধ্যে রয়েছে, ১০০ ওয়র্কআউট মোড, SpO2, ২৪ ঘণ্টা হৃদস্পন্দন tracking, sleep monitoring ইত্যাদি।