TRENDING:

ভারতে কামব্যাক করল Alcatel; মিড রেঞ্জ ফোনের সেগমেন্টে আনছে নতুন V3 সিরিজ, দেখে নিন এর দাম

Last Updated:

বাজারে আনা এসেছে Alcatel V3 সিরিজ। আসলে বাজারে এই সংস্থাটি নিজেদের রিলঞ্চ করতে চাইছে। এমনকী স্বাভাবিক ভাবেই এই ব্র্যান্ডটি একাধিক ব্র্যান্ডকে জোর টক্কর দিতে চলেছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোলকাতা: Alcatel আসলে এমন একটা নাম, যা বেশিরভাগ মানুষেরই জানা। কিন্তু এখন ভারতের বাজারে তারা বেশ কয়েকটি ফোন লঞ্চ করেছে। চলতি সপ্তাহেই বাজারে আনা হয়েছে Alcatel V3 সিরিজ। আসলে বাজারে এই সংস্থাটি নিজেদের রিলঞ্চ করতে চাইছে। এমনকী স্বাভাবিক ভাবেই এই ব্র্যান্ডটি একাধিক ব্র্যান্ডকে জোর টক্কর দিতে চলেছে।
News18
News18
advertisement

V3 Classic, V3 Pro এবং V3 Ultra-র রয়েছে ভিন্ন ভিন্ন হাইলাইটস। এর মধ্যে একটির রয়েছে 4-in-1 ডিসপ্লে। আবার অন্যটি স্টাইলাস সাপোর্ট করে। প্রত্যেকটি ডিভাইস অবশ্য MediaTek Dimensity চিপসেটের পাওয়ারে চলবে। আর রয়েছে অন্যান্য ফিচার।

ভারতে Alcatel V3 Classic, V3 Pro এবং V3 Ultra-র দাম:

Alcatel V3 Classic-এর দাম ভারতে শুরু হচ্ছে মাত্র ১২৯৯৯ টাকা থেকে। বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 4GB + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের ফোনটি মিলবে উক্ত দামে। এরপর 6GB RAM-এর মডেলটি অবশ্য মিলবে মাত্র ১৪৯৯৯ টাকায়। আর V3 Pro পাওয়া যাবে শুধুমাত্র 8GB + 256GB মডেলেই। এটি পাওয়া যাবে মাত্র ১৭৯৯৯ টাকা।

advertisement

V3 Ultra-য় মিলবে 6GB ও 8GB RAM এবং 128GB স্টোরেজও। যার দাম হবে যথাক্রমে ১৯৯৯৯ টাকা এবং ২১৯৯৯ টাকা। আগামী ২ জুন ২০২৫ তারিখ থেকে ভারতে শুরু হচ্ছে V3 সিরিজের সেল।

আরও পড়ুন: FASTag-এর নিয়মে আসছে বড় পরিবর্তন! তাহলে কী পুরনো ফাস্ট্যাগ অচল হয়ে যাবে? চালকদের কী কী বিষয় মাথায় রাখতে হবে?

advertisement

Alcatel V3 Classic, V3 Pro এবং V3 Ultra-র স্পেসিফিকেশন:

V3 Classic-এ থাকছে একটি 6.67-inch HD+ ডিসপ্লে। সঙ্গে থাকবে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট। এটি MediaTek Dimensity 6300 SoC দ্বারা চালিত। মিলবে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ। যা 2TB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। এতে রয়েছে Android 15 আউট অফ দ্য বক্স এবং মিলবে ৩টি OS আপগ্রেড ও ৪ বছরের সিকিউরিটি আপডেট।

advertisement

এই ডিভাইসে থাকতে চলেছে ডেপথ সেন্সর-সহ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শ্যুটার। এই ফোনে থাকবে ৫২০০ mAh ব্যাটারি, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট দেবে।

আরও পড়ুন: SMS-এর শেষে কেন লেখা থাকছে P, G, T অথবা S? জেনে নিন, নইলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে প্রতারকরা

V3 Pro মডেলের থাকছে 4-in-1 NXTPAPER মোড-সহ বড় অর্থাৎ 6.7 ইঞ্চির ডিসপ্লে। V3 Classic-এর মতোই একই চিপসেট দ্বারা চালিত হবে এই ফোন। কিন্তু ব্যবহারকারীরা পেয়ে যাবেন 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশন।

advertisement

ড্যুয়াল ক্যামেরা সিস্টেমে একটি ৫ মেগাপিক্সেলের সেন্সরের পাশাপাশি রয়েছে ৫০ মেগাপিক্সেল সেন্সর। আর এই ফোনের সামনের দিকে আছে একই ৮ মেগাপিক্সেল শ্যুটার। আর থাকছে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট-সহ একটি ৫২০০mAh ব্যাটারি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আর সব শেষে রয়েছে V3 Ultra। এতে থাকছে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে। ফলে এই সিরিজের সবথেকে বড় স্ক্রিন থাকবে এই ফোনটিতেই। আর এটি FHD+ রেজোলিউশন সাপোর্ট করে। সমস্ত V3 মডেলে একই চিপসেট ব্যবহার করেছে Alcatel। ক্যামেরার কথা বলতে গেলে V3 Ultra-য় থাকবে একটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। অথচ এই ফোনে দেওয়া হয়েছে Android 14 আউট অফ দ্য বক্স। আর ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট-সহ রয়েছে একটি ৫০১০mAh ব্যাটারি।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতে কামব্যাক করল Alcatel; মিড রেঞ্জ ফোনের সেগমেন্টে আনছে নতুন V3 সিরিজ, দেখে নিন এর দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল