বৃহস্পতিবার ট্যুইট করে টেলিকম ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের ওয়েস্ট বেঙ্গল লাইসেন্স সার্ভিস এরিয়া ভারতী এয়ারটেলের ৫জি পরিষেবার টেস্টিং সম্পন্ন করা হয়েছে। খড়গপুরে ৩৩০০ মেগাহার্ৎজ এবং ২৬ গিগাহার্ৎজ ব্যান্ডের উপর এই পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। এই টেস্টিংয়ের সময় ৩৩০০ মেগাহার্ৎজের ক্ষেত্রে ৫৬৬ এমবিপিএস এবং ২৬ গিগাহার্ৎজের ক্ষেত্রে ১ জিবিপিএস ডেটা স্পিড দেখা গিয়েছে।
advertisement
এ রাজ্যে এয়ারটেলের ৫জি পরিষেবার টেস্টিংয়ের ঠিক আগের দিনই গুজরাতে ২৬ গিগাহার্ৎজ এবং ৩.৩ গিগাহার্ৎজ স্পেকট্রাম ব্যান্ডে সফল ভাবে ৫জি পরিষেবা পরীক্ষা করেছিল। এমনিতেই এয়ারটেল এই মুহূর্তে ৫জি পরিষেবা সম্প্রসারণ করতে চাইছে। গত বছরের অক্টোবর মাস থেকেই দেশ জুড়ে এই পরিষেবা সম্প্রসারণের কাজ শুরু করেছে এই টেলিকম সংস্থা। সাড়ে তিন হাজারেরও বেশি শহর এবং শহরতলিতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে তারা। বর্তমানে চলতি ডিসেম্বর মাসের মধ্যেই দেশ জুড়ে পরবর্তী প্রজন্মের মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা চালু করার লক্ষ্য নিয়েছে এয়ারটেল।
গত বছরের ৫জি স্পেকট্রাম সেলে সুনীল মিত্তলের এয়ারটেল ১৯৮৬৭.৮ মেগাহার্ৎজের ব্যান্ডউইদথ কিনেছিল। যার মূল্য প্রায় ৪৩০৮৪ কোটি টাকা। ৩.৩-৩.৭ গিগাহার্ৎজ এবং ২৬ গিগাহার্ৎজ ব্যান্ডে ৫জি এয়ারওয়েভ কিনেছিল ওই সংস্থা। এর আগে রিলায়েন্স জিও-ই ছিল একমাত্র টেলিকম সংস্থা, যাদের কাছে ৫জি স্পেকট্রামের ৭০০ মেগাহার্ৎজ, ৩.৩ গিগাহার্ৎজ এবং ২৬ গিগাহার্ৎজ – এই তিনটি ব্যান্ড রয়েছে।