TRENDING:

Airtel: ২০১৫ সালে অধিকৃত স্পেকট্রামের বিলম্বিত দায় পরিশোধের জন্য আগেই ৮,০২৪ কোটি টাকা জমা দেওয়া হয়েছে; জানাল এয়ারটেল

Last Updated:

ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২০১৫ সালে নিলামে অধিকৃত স্পেকট্রাম সংক্রান্ত বিলম্বিত দায়গুলির আংশিক প্রি-পেমেন্ট হিসেবে ৮,০২৪ কোটি টাকা ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকমের কাছে জমা করেছে তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আজকের দিনে ভারতের টেলিকমিউনিকেশন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম হল ভারতী এয়ারটেল। ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২০১৫ সালে নিলামে অধিকৃত স্পেকট্রাম সংক্রান্ত বিলম্বিত দায়গুলির আংশিক প্রি-পেমেন্ট হিসেবে ৮,০২৪ কোটি টাকা ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকমের কাছে জমা করেছে তারা।
২০১৫ সালে অধিকৃত স্পেকট্রামের বিলম্বিত দায় পরিশোধের জন্য আগেই ৮০২৪ কোটি টাকা জমা দেওয়া হয়েছে; জানাল এয়ারটেল
২০১৫ সালে অধিকৃত স্পেকট্রামের বিলম্বিত দায় পরিশোধের জন্য আগেই ৮০২৪ কোটি টাকা জমা দেওয়া হয়েছে; জানাল এয়ারটেল
advertisement

আরও পড়ুন– অগাস্টেই কর্কট রাশিতে পাড়ি দেবেন শুক্র; এই সময়টায় সাবধানে থাকতে হবে এই সব রাশির জাতক-জাতিকাদের!

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

টেলিকমিউনিকেশন পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারটেল আরও জানিয়েছে যে, কিস্তিগুলির সুদের হার ছিল ১০ শতাংশ। যা এয়ারটেলের পক্ষ থেকে আগেই পরিশোধ করা হয়েছে। এটির জন্য অনেক কম খরচে অর্থায়নের সুবিধাও পাওয়া যায়। মূলধন/ অর্থায়নের ভাল-বৈচিত্র্যপূর্ণ উৎস উপভোগ করে আসছে এয়ারটেল। এর ফলে তাৎপর্যপূর্ণ ইন্টারেস্ট সেভিংয়ের জন্য সমস্ত সুযোগ ব্যবহার করে ফিনান্সিংয়ের অপ্টিমাইজড কস্ট-সহ মূলধনের পরিকাঠামোয় আর্থিক নমনীয়তার প্রসার ঘটাতে সক্ষম হয়েছে ওই সংস্থা।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Airtel: ২০১৫ সালে অধিকৃত স্পেকট্রামের বিলম্বিত দায় পরিশোধের জন্য আগেই ৮,০২৪ কোটি টাকা জমা দেওয়া হয়েছে; জানাল এয়ারটেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল