এই অফারে নির্বাচিত কিছু গ্রাহক প্রি পেড ও পোস্ট পেড প্রতি মাসে বিনামূল্যে ৩ জিবি ডেটা পাবেন ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৷ প্রিপেড গ্রাহকদের জন্য ৩৪৫ টাকার রিচার্জ করালে ৩জিবি ফ্রি ডেটা ১ জিবির সঙ্গে যোগ করে দেওয়া হবে ৷ এর অথার্ৎ গ্রাহকরা ১ জিবির মূল্যে পেয়ে যাবেন ৪জিবি ডেটা ৷ প্রথমবার মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে এই সুবিধআ পাবেন গ্রাহকরা ৷ ২৮ দিনের জন্য এটি ভ্যালিড থাকবে ৷ এবং মোট ১৩টি রিচার্জে করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৷
advertisement
পোস্ট পেড ব্যবহারকারীরা প্রতি মাসে ৩জিবি ডেটা মাইপ্ল্যান ইনফিনিটি প্ল্যানে এই পরিষেবা পেয়ে যাবেন ৷ অথার্ৎ ৫৪৯ ইনফিনিটি প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন বিনামবল্যে কল করার পাশাপাশি ৬জিবি ডেটা ৷ (৩জিবি ফ্রি ডেটা + ৩ জিবি রেগুলার ডেটা ) প্রতি মাসে ৷
ভারতী এয়ারটেলের ভারত ও দক্ষিণ এশিয়ার মার্কেট অপারেশন ডিরেক্টর অজয় পুরি জানিয়েছেন, গ্রাহকরা যাতে সারা বছর ৪জি পরিষেবার সুবিধআ উপভোগ করতে পারেন তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ সম্প্রতি ‘হ্যাপি নিউ ইয়ার’ প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের অনলিমিটেড ডাটা, ভয়েস কল ও মেসেজ সুবিধার ঘোষণা দেয় রিলায়েন্স জিও। প্রতিয়োগিতার বাজারে জিও-কে টেক্কা দিতেই এয়ারটেলের এই নতুন অফার ৷