TRENDING:

AI Anchor: ‘অ-মানবী সংবাদপাঠিকা’! দেশের এই চ্যানেল আনল কৃত্রিম বুদ্ধিমত্তা AI-তে তৈরি সঞ্চালিকাকে

Last Updated:

AI Anchor:লিজাকে ওড়িয়া ভাষায় আরও সড়গড় করে তোলার চেষ্টা জারি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওড়িশায় এক বেসরকারি চ্যানেল আনল কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি সংবাদপাঠিকা বা সঞ্চালিকাকে। তাঁর নাম দেওয়া হয়েছে লিজা। ওড়িশার ঐতিহ্যবাহী হাতে বোনা শাড়ির সঙ্গে ছিমছাম সাজে ঝরঝরে ইংরেজিতে সংবাদপাঠ করেন তিনি। ওড়িয়া ভাষাতেও সংবাদপাঠ করেন এআই কৌশলে তৈরি এই অ-মানবী সঞ্চালিকা। ‘ওটিভি নেটওয়ার্ক’-এর তরফে জানানো হয়েছে এ বার থেকে সংস্থার টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে লিজাকে।
advertisement

বর্তমানে শুধু হিন্দি, ইংরেজিতে বললেও লিজা একাধিক ভাষায় পারদর্শী। তাঁর আগমনে ওড়িশা গণমাধ্যম তথা সংবাদমাধ্যমে নতুন মাইলফলক স্থাপিত হল বলে মনে করা হচ্ছে। লিজাকে ওড়িয়া ভাষায় আরও সড়গড় করে তোলার চেষ্টা জারি। সোশ্যাল মিডিয়ার সব মঞ্চে তাঁর নামে তৈরি হয়েছে পেজ।

অদূর ভবিষ্যতে কৃত্রিম বৃদ্ধিমত্তার দৌলতে সাংবাদিকতায় নতুন দিগন্ত খুলে যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের। কৃত্রিম বলেই যান্ত্রিক কণ্ঠস্বর নয়। লিজার কণ্ঠে আবেগের ছোয়াঁও স্পষ্ট। তবে আশঙ্কা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এভাবেই সংবাদপাঠক বা সংবাদপাঠিকা তৈরি করে ছড়ানো হতে পারে ভুয়ো খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে বিতর্ক সরিয়ে আপাতত নেটিজেন তথা দর্শকরা মুগ্ধ অমানবী স‍ঞ্চালিকা লিজায়।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
AI Anchor: ‘অ-মানবী সংবাদপাঠিকা’! দেশের এই চ্যানেল আনল কৃত্রিম বুদ্ধিমত্তা AI-তে তৈরি সঞ্চালিকাকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল