বর্তমানে শুধু হিন্দি, ইংরেজিতে বললেও লিজা একাধিক ভাষায় পারদর্শী। তাঁর আগমনে ওড়িশা গণমাধ্যম তথা সংবাদমাধ্যমে নতুন মাইলফলক স্থাপিত হল বলে মনে করা হচ্ছে। লিজাকে ওড়িয়া ভাষায় আরও সড়গড় করে তোলার চেষ্টা জারি। সোশ্যাল মিডিয়ার সব মঞ্চে তাঁর নামে তৈরি হয়েছে পেজ।
অদূর ভবিষ্যতে কৃত্রিম বৃদ্ধিমত্তার দৌলতে সাংবাদিকতায় নতুন দিগন্ত খুলে যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের। কৃত্রিম বলেই যান্ত্রিক কণ্ঠস্বর নয়। লিজার কণ্ঠে আবেগের ছোয়াঁও স্পষ্ট। তবে আশঙ্কা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এভাবেই সংবাদপাঠক বা সংবাদপাঠিকা তৈরি করে ছড়ানো হতে পারে ভুয়ো খবর।
advertisement
তবে বিতর্ক সরিয়ে আপাতত নেটিজেন তথা দর্শকরা মুগ্ধ অমানবী সঞ্চালিকা লিজায়।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2023 3:42 PM IST