TRENDING:

Deep Fake-এর পর নতুন আতঙ্ক ClearFake! সাইবার আক্রমণ থেকে কীভাবে বাঁচবেন? জানুন

Last Updated:

সম্প্রতি জানা গিয়েছে প্রতারকরা এখন নতুন করে Mac-এ আক্রমণ করছে। সেজন্য ব্যবহার করা হচ্ছে ‘Clear Fake’ পদ্ধতি। প্রতারকরা Mac ব্যবহারকারীদের কাছে ব্রাউজার আপডেটের বার্তা পাঠাচ্ছে। এর মাধ্যমে AMOS ইনস্টল হচ্ছে ওই ডিভাইসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চলতি বছরে গোড়ায় iOS-এ এক নতুন সাইবার থ্রেটের সন্ধান পেয়েছিলেন গবেষকরা। Atomic macOS Stealer (AMOS) নামের ওই ম্যালওয়্যার প্রাথমিক ভাবে Apple ডিভাইসকে শিকার করত।
Deep Fake-এর পর নতুন আতঙ্ক ClearFake! সাইবার আক্রমণ থেকে কীভাবে বাঁচবেন? জানুন
Deep Fake-এর পর নতুন আতঙ্ক ClearFake! সাইবার আক্রমণ থেকে কীভাবে বাঁচবেন? জানুন
advertisement

একবার এই ম্যালওয়্যার ডিভাইসে ইনস্টল হয়ে সেটি iCloud Keychain Password, ক্রেডিট কার্ডের বিবরণ, ক্রিপ্টো ওয়ালেট এবং বিভিন্ন ফাইল-সহ প্রায় সমস্ত গোপন তথ্য হাতিয়ে নিতে পারে।

সম্প্রতি জানা গিয়েছে প্রতারকরা এখন নতুন করে Mac-এ আক্রমণ করছে। সেজন্য ব্যবহার করা হচ্ছে ‘Clear Fake’ পদ্ধতি। প্রতারকরা Mac ব্যবহারকারীদের কাছে ব্রাউজার আপডেটের বার্তা পাঠাচ্ছে। এর মাধ্যমে AMOS ইনস্টল হচ্ছে ওই ডিভাইসে।

advertisement

আরও পড়ুন: সমস্ত Gmail অ্যাকাউন্ট মুছে ফেলছে Google! নিজের তথ্য বাঁচাবেন কী করে? দেখে নিন

এক গবেষণা সংস্থার তরফে দাবি করা হয়েছে, সাইবার অপরাধীরা Mac-এর জন্যও Clear Fake পদ্ধতি ব্যবহার করছে। প্রাথমিক ভাবে এটি Windows-এ আক্রমণ চালানোকর জন্য ব্যবহৃত হচ্ছিল। এতে ভুয়ো Safari বা Chrome ব্রাউজার ছড়িয়ে দেওয়া হয়।

advertisement

গবেষকরা বলছেন, Clear Fake হল এক ধরনের ‘ডিপফেক’, যা মেশিন লার্নিং ব্যবহার করে ছবি বা ভিডিও-কে এমনভাবে তৈরি করে যা আসল ছবির মতো দেখায়। ইমেজ স্প্লিসিং, ফেসিয়াল রিকগনিশন এবং ভয়েস সিন্থেসিসের মতো কৌশল ব্যবহার করে এটি করা যেতে পারে। এর উদ্দেশ্যই হল ভুল তথ্য ছড়ানো, জাল খবর তৈরি করা।

আক্রমণকারীরা কোরাপ্টেড জাভাস্ক্রিপ্ট কোড ইনজেক্ট করার জন্য জাল ওয়েবসাইট তৈরি করছে। কোনও মানুষ এই ধরনের ভুয়ো Safari বা Chrome ব্যবহার করলে বৈধ ব্রাউজার আপডেটের ফাঁদ পেতে তা ইনস্টল করে দেওয়া হচ্ছে।

advertisement

ভুয়ো আপডেটের লিঙ্কে ক্লিক করলেই শিকারকে এমন একটি ওয়েবসাইটে নিয়ে যায় যেখান থেকে গোপনে ওই কম্পিউটারে AMOS ম্যালওয়্যার ডাউনলোড ও ইনস্টলেশন হয়ে যায়।

প্রতিকার—

– অচেনা, অজানা জায়গা থেকে থেকে সফ্টওয়্যার ডাউনলোড করা যাবে না।

advertisement

-MacOS গেটকিপার সুরক্ষাগুলি বাইপাস করার জন্য অনুরোধ আসতে পারে। সতর্ক হতে হবে।

– Mac App Store ছাড়া অন্য কোথাও থেকে কোনও অ্যাপ ডাউনলোড করা উচিত নয়। যেকোনও অ্যাপ ডাউনলোড করার আগে দেখে নিতে হবে ওয়েবসাইটটি বৈধ কিনা।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

– অপারেটিং সিস্টেম এবং সফ্টওয়্যার আপ-টু-ডেট রাখা খুব প্রয়োজনীয়। এর ফলে নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা মিটিয়ে নেওয়া যাবে। সর্বশেষ নিরাপত্তা সংক্রান্ত ফিচারগুলিও পাওয়া যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Deep Fake-এর পর নতুন আতঙ্ক ClearFake! সাইবার আক্রমণ থেকে কীভাবে বাঁচবেন? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল