সমস্ত Gmail অ্যাকাউন্ট মুছে ফেলছে Google! নিজের তথ্য বাঁচাবেন কী করে? দেখে নিন

Last Updated:
এই কৌশলগত পদক্ষেপ আসলে নিরাপত্তা বাড়ানোর জন্যই করা হচ্ছে। যেসব অ্যাকাউন্ট ব্যবহার করা হয় না, সেগুলি আপাতত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে সংস্থার কাছে।
1/7
বড় ঘোষণা করেছে Google। টেক-জায়ান্ট সংস্থাটি Inactive Acount Policy-তে বড় বদল আনার কথা জানিয়েছে। সারা বিশ্বেই এই পদ্ধতি কাজে লাগাতে চলেছে তারা। যেসব অ্যাকাউন্ট গত ২ বছরে কেউ কখনও ব্যবহার করেনি, তা আগামী ১ ডিসেম্বর থেকে মুছে ফেলা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে থাকতে পারে Gmail, Photo, Drive Documents, Contacts-এর মতো অনেক কিছুও।
বড় ঘোষণা করেছে Google। টেক-জায়ান্ট সংস্থাটি Inactive Acount Policy-তে বড় বদল আনার কথা জানিয়েছে। সারা বিশ্বেই এই পদ্ধতি কাজে লাগাতে চলেছে তারা। যেসব অ্যাকাউন্ট গত ২ বছরে কেউ কখনও ব্যবহার করেনি, তা আগামী ১ ডিসেম্বর থেকে মুছে ফেলা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে থাকতে পারে Gmail, Photo, Drive Documents, Contacts-এর মতো অনেক কিছুও।
advertisement
2/7
কেন এমন করতে চাইছে Google!বলা হয়েছে এই কৌশলগত পদক্ষেপ আসলে নিরাপত্তা বাড়ানোর জন্যই করা হচ্ছে। যেসব অ্যাকাউন্ট ব্যবহার করা হয় না, সেগুলি আপাতত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে সংস্থার কাছে।
কেন এমন করতে চাইছে Google!বলা হয়েছে এই কৌশলগত পদক্ষেপ আসলে নিরাপত্তা বাড়ানোর জন্যই করা হচ্ছে। যেসব অ্যাকাউন্ট ব্যবহার করা হয় না, সেগুলি আপাতত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে সংস্থার কাছে।
advertisement
3/7
তবে কোনও স্কুল বা ব্যবসা সংক্রান্ত প্রতিষ্ঠানের অ্যাকাউন্টকে বাদ রাখা হবে। অ্যাকাউন্ট মুছে ফেলার আগে একাধিক নোটিফিকেশন পাঠানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে Google। আসলে এই পদক্ষেপের ফলে Gmail, Drive, Docs, Meet, Calender এবং Photo-তেও প্রভাব পড়বে। তবে Google এটাও স্পষ্ট জানিয়েছে, YouTube বা ব্লগার কনটেন্ট রয়েছে এমন কোনও অ্যাকাউন্টও এখনই মুছে ফেলা হচ্ছে না।
তবে কোনও স্কুল বা ব্যবসা সংক্রান্ত প্রতিষ্ঠানের অ্যাকাউন্টকে বাদ রাখা হবে। অ্যাকাউন্ট মুছে ফেলার আগে একাধিক নোটিফিকেশন পাঠানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে Google। আসলে এই পদক্ষেপের ফলে Gmail, Drive, Docs, Meet, Calender এবং Photo-তেও প্রভাব পড়বে। তবে Google এটাও স্পষ্ট জানিয়েছে, YouTube বা ব্লগার কনটেন্ট রয়েছে এমন কোনও অ্যাকাউন্টও এখনই মুছে ফেলা হচ্ছে না।
advertisement
4/7
অ্যাকাউন্ট মুছে ফেলার প্রক্রিয়া শুরু করার আগে Google-এর তরফ থেকে ওই নিষ্ক্রিয় অ্যাকাউন্ট এবং তার সঙ্গে লিঙ্ক করা অ্যাকাউন্টেও নোটিস পাঠানো হবে যাতে ওই অ্যাকাউন্ট আবার খোলা যায়৷ এর মাধ্যমে Google ওই ব্যবহারকারীদের আরও একটি সুযোগ দিতে চা অ্যাকাউন্ট সক্রিয় রাখার।
অ্যাকাউন্ট মুছে ফেলার প্রক্রিয়া শুরু করার আগে Google-এর তরফ থেকে ওই নিষ্ক্রিয় অ্যাকাউন্ট এবং তার সঙ্গে লিঙ্ক করা অ্যাকাউন্টেও নোটিস পাঠানো হবে যাতে ওই অ্যাকাউন্ট আবার খোলা যায়৷ এর মাধ্যমে Google ওই ব্যবহারকারীদের আরও একটি সুযোগ দিতে চা অ্যাকাউন্ট সক্রিয় রাখার।
advertisement
5/7
বলা হয়েছে, ওই অ্যাকাউন্টগুলিতে নিয়মিত কাজ করলে ওই ভাবে তা বন্ধ করে দেওয়া হবে না কোনও মতেই। তার মধ্যে অন্যতম হল, ই-মেল পাঠানো, বা প্রাপ্ত মেল খুলে পড়া।
বলা হয়েছে, ওই অ্যাকাউন্টগুলিতে নিয়মিত কাজ করলে ওই ভাবে তা বন্ধ করে দেওয়া হবে না কোনও মতেই। তার মধ্যে অন্যতম হল, ই-মেল পাঠানো, বা প্রাপ্ত মেল খুলে পড়া।
advertisement
6/7
Google Drive ব্যবহার করা, কোনও YouTube ভিডিও দেখা, Google Play Store থেকে অ্যাপ ডাউনলোড করা, Google Search করা এবং তৃতীয় পক্ষের অ্যাপ বা পরিষেবাগুলির জন্য Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করা। তবে Google Photos সক্রিয় রাখতে গেলে ব্যবহারকারীদের প্রতি ২ বছর অন্তর একবার লগ ইন করতে হবে।
Google Drive ব্যবহার করা, কোনও YouTube ভিডিও দেখা, Google Play Store থেকে অ্যাপ ডাউনলোড করা, Google Search করা এবং তৃতীয় পক্ষের অ্যাপ বা পরিষেবাগুলির জন্য Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করা। তবে Google Photos সক্রিয় রাখতে গেলে ব্যবহারকারীদের প্রতি ২ বছর অন্তর একবার লগ ইন করতে হবে।
advertisement
7/7
অনিচ্ছাকৃত ভাবে কোনও তথ্যের ক্ষতি যাতে নাহয় সেজন্য Google ব্যবহারকারীদের কাছে নোটিফিকেশন পাঠাচ্ছে।
অনিচ্ছাকৃত ভাবে কোনও তথ্যের ক্ষতি যাতে নাহয় সেজন্য Google ব্যবহারকারীদের কাছে নোটিফিকেশন পাঠাচ্ছে।
advertisement
advertisement
advertisement