ফলে, বর্ষাকালেও এখন আমাদের নিত্যসঙ্গী হয়ে থাকে এয়ার কন্ডিশনার বা এসি। সেটা তো আর শুধু লাগিয়ে নিলেই হল না, সঠিক রক্ষণাবেক্ষণও দরকার। না হলে মেশিন কাজ করবে কী করে! এই জায়গায় এসেই ওঠে টিভি, কমপিউটার বা এলইডি আলোর কথা। অনেক বাড়িতেই প্রায় সারাক্ষণ টিভি চলে। ওয়ার্ক ফ্রম হোম হলে কমপিউটার তো না হোক ১০ ঘণ্টা চলবেই। বৃষ্টিবাদলায় দিনের বেলাতেও ঘরে আলো জ্বালিয়ে রাখতে হয়, সন্ধে নামার পরের কথা ছেড়েই দেওয়া যাক।
advertisement
এখন এই জিনিসগুলো যদি এসির কাছাকাছি থাকে, কী সমস্যা হতে পারে?
অনেকেই জানেন না, যে সব মেশিন থেকে হিট বেরোয় বা যাদের পাওয়ার কনভার্টার করার ক্ষমতা থাকে, তা এসির কাছাকাছি রাখা উচিত নয়। এতে করে এসির কমপ্রেশারে চাপ পড়ে, ইনডোর এবং আউটডোর ইউনিটও আস্তে আস্তে নষ্ট হতে থাকে।অতএব, এসির কাছাকাছি এই সব জিনিস রাখা উচিত হবে না। ঠিক যেমন উচিত হবে না ঘরের দরজা বা জানলা খুলে রেখে এসি চালানো।
আরও পড়ুন: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, তাও ৮ হাজার টাকার কমে! তাক লাগাচ্ছে Redmi!
বর্ষাকালে এসি ব্যবহার নিয়ে আরও একটা কথা না বললেই নয়- সেটা হল নিদেনপক্ষে দুই সপ্তাহ অন্তর অন্তর সার্ভিসিং করানো। না হলে ফিল্টারে ধুলোর একটা স্যাঁতসেঁতে স্তর জমতে থাকবে। আর তাতে কমপ্রেশারকে সেট করা তাপমাত্রায় ঘর ঠান্ডা করার জন্য বেশি খাটতে হবে, জোর পড়ায় তা বিগড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে।