‘ভেলোসিটি’ নামে একটি সংস্থা সম্প্রতি এই সমীক্ষা করেছেন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, সমীক্ষার পিছনে মূল কারণ ছিল যে তারা দেখতে চেয়েছিল কেন মানুষ রিল্যায়েন্স জিও সিম নিয়েছেন এবং কেন তাদের মধ্যে জিও নিয়ে এত উৎসাহ ৷ সমীক্ষায় এটা পরিষ্কার যে ফ্রি পরিষেবাই ছিল জিও-র মূল আকর্ষণ ৷
কলড্রপ এখনও জিও-র একটি বড় সমস্যা ৷ প্রায় ৮৬ শতাংশ জিও গ্রাহক জানিয়েছেন যে ভবিষ্যতেও তারা জিও সিম ব্যবহার করবে এই ফ্রি ফ্যাক্টরের জন্য ৷ বেশিরভাগ জিও গ্রাহক প্রি পেড পরিষেবা ব্যবহার করে থাকেন ৷ তবে পোস্ট পেড গ্রাহক সংখ্যার দিক থেকে বাকি সংস্থা ভোডাফোন ও এয়ারটেল অনেকটাই এগিয়ে ৷
advertisement
Location :
First Published :
June 16, 2017 12:50 PM IST