TRENDING:

জিও নিয়ে উঠে এল নয়া তথ্য !

Last Updated:

দেখা গিয়েছে প্রত্যেক ১০ জনের মধ্যে চার জন জিও ব্যবহার করেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লঞ্চ করার পর থেকেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে ৷ এককের পর এক আর্কষণীয় অফার নিয়ে এসে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে রিল্যায়েন্স জিও ৷ সকলের মধ্যেই জিও নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে ৷ ২০১৭ সালের জুন মাসের মধ্যে ভারতে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে ৪৫০ মিলিয়নে । দেখা গিয়েছে প্রত্যেক ১০ জনের মধ্যে চার জন জিও ব্যবহার করেন ৷ কিন্তু সমীক্ষা যে তথ্য উঠে এসেছে তাতে দেখা গিয়েছে, এদের মধ্যে ৮২ শতাংশ মানুষেরই জিওটি দ্বিতীয় সিম ৷ অথার্ৎ ১০০ জনের মধ্যে ৮২ জনের এটি প্রাইমারি নম্বর নয় ৷
advertisement

‘ভেলোসিটি’ নামে একটি সংস্থা সম্প্রতি এই সমীক্ষা করেছেন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, সমীক্ষার পিছনে মূল কারণ ছিল যে তারা দেখতে চেয়েছিল কেন মানুষ রিল্যায়েন্স জিও সিম নিয়েছেন এবং কেন তাদের মধ্যে জিও নিয়ে এত উৎসাহ ৷ সমীক্ষায় এটা পরিষ্কার যে ফ্রি পরিষেবাই ছিল জিও-র মূল আকর্ষণ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কলড্রপ এখনও জিও-র একটি বড় সমস্যা ৷ প্রায় ৮৬ শতাংশ জিও গ্রাহক জানিয়েছেন যে ভবিষ্যতেও তারা জিও সিম ব্যবহার করবে এই ফ্রি ফ্যাক্টরের জন্য ৷ বেশিরভাগ জিও গ্রাহক প্রি পেড পরিষেবা ব্যবহার করে থাকেন ৷ তবে পোস্ট পেড গ্রাহক সংখ্যার দিক থেকে বাকি সংস্থা ভোডাফোন ও এয়ারটেল অনেকটাই এগিয়ে ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও নিয়ে উঠে এল নয়া তথ্য !