কিন্তু এই অ্যাপের নিরাপত্তা নিয়ে অনেক বিতর্ক শুরু হয়েছে। এবার নীতি আয়োগ ‘আরোগ্য সেতু' অ্যাপের সোর্স কোড প্রকাশ করল। এর পাশাপাশিএটাও ঘোষণা করেছে যে, যে ব্যক্তি এই অ্যাপের মধ্যে থেকে ত্রুটি খুঁজে বার করতে পাড়বে তাদের সরকার পুরস্কার দেবে।
advertisement
কিছু সপ্তাহ আগেই ট্যুইট করে এক ফরাসি এথিকাল হ্যাকার আরোগ্য সেতু অ্যাপটির সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। এলিয়ট অল্ডারসন নামে সেই হ্যাকার টুক করে লেখেন, '৯ কোটি ভারতীয়র লোকেশনের মত ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রয়েছে। যে কোনও সময় কোনও হ্যাকার হাতিয়ে নিতে পারে এই তথ্যগুলি।' এর উত্তরে একটি বিবৃতি জারি করল কেন্দ্র। সেই বিবৃতিতে লেখা আছে যে, এথিকাল হ্যাকারের সঙ্গে তাঁদের কথা হয়েছে। আরোগ্য সেতু অ্যাপে তথ্য চুরির সম্ভাবনার কোনও প্রমাণ দিতে পারেননি সেই হ্যাকার। সেই বিবৃতিতে আরোগ্য সেতু টিম জানিয়েছে যে খুব সুরক্ষিত পদ্ধতিতে এনক্রিপটেড সার্ভারে সংরক্ষিত থাকে ব্যবহারকারীদের তথ্য। অ্যাপ ব্যবহারকারীদের লোকেশনের তথ্য প্রকাশ্যে এসে যাবার কোন সম্ভাবনা নেই।