কিন্তু কিছু প্রশ্ন তো থেকেই যাচ্ছে। যেমন, 4G থেকে 5G আলাদা কোথায়, খরচ কি বেশি হবে 5G পরিষেবা পেতে, কত বেশি হতে পারে এবং 4G না 5G— এর মধ্যে কোনটি ভাল? খুঁজে নেওয়া যাক এ সব প্রশ্নের উত্তর।
5G বনাম 4G: পার্থক্যটা কোথায়?
4G নেটওয়ার্কগুলি ২০১০ সাল থেকে চালু হয়েছে। কিন্তু সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছতে তার অনেক সময় লেগেছে। সে সময় একে মনে করা হত অত্যাধুনিক প্রযুক্তি, যা 3G নেটওয়ার্কের চেয়ে দ্রুত Data Speed দিত। 4G নেটওয়ার্কগুলি তার গ্রাহকদের একটি প্যাকেজ থেকে ডেটা (Data) এবং ভয়েস (Voice) ব্যবহার করার সুবিধা দিয়েছে, এতে ডেটা ব্যবহারের দামের দাম কমিয়েছে, সেই সঙ্গে বিনামূল্য হয়েছে ভয়েস কল। শুধু তাই নয়, ইন্টারনেট প্রোটোকল (VoIP) ব্যবস্থায় উন্নততর ভয়েস (Voice) পাওয়া গিয়েছে এবং ডেটার গতি দারুন বৃদ্ধি পেয়েছিল।
advertisement
আরও পড়ুন: জয়ন্তী নদীর ধারের হোম-স্টে গুলোর ভবিষ্যৎ কী? সংকটে বক্সা-জয়ন্তী পর্যটন শিল্প!
5G নেটওয়ার্ক চালু হওয়ার সঙ্গে সঙ্গে আরও পরিবর্তন শুরু হতে চলেছে। শুধুমাত্র প্রত্যাশিত ডেটা গতির ক্ষেত্রেই নয় বরং ভার্চুয়াল রিয়েলিটি, উন্নত IoT অ্যাপ্লিকেশন, গেমিং এবং কম বিলম্ব (low latency) মতো অন্যান্য প্রযুক্তির ক্ষেত্রেও সমস্ত সুবিধা দেয় এই নেটওয়ার্ক। মেটাভার্স এর মতো সংস্থা সাফল্যের জন্য 5G-র উপর ব্যাপক ভাবে নির্ভর করতে চলেছে। আরও ভাল নেটওয়ার্ক, কম বিদ্যুৎ খরচ এবং রিয়েল-টাইম যোগাযোগে সাহায্য করতে পারে 5G কানেক্টিভিটি।
5G বনাম 4G: গতি বাড়বে কতটা?
বেশিরভাগ টেলিকম বিশেষজ্ঞরা জানাচ্ছেন, 5G নেটওয়ার্ক ডিভাইসগুলিতে 4G-এর চেয়ে দ্রুত ডেটা গতি সরবরাহ করতে পারবে। ফলে 4G নেটওয়ার্কে 1Gbps পর্যন্ত গতি পাওয়া গেলে 5G নেটওয়ার্কগুলি 5 MS-এর কম লেটেন্সি সহ 20Gbps গতি পাওয়া যেতে পারে বলে তাঁরা দাবি করছেন।
5G বনাম 4G: কোনটি ভাল?
এই সমস্ত বৈশিষ্ট্যগুলি দেখে, নিঃসন্দেহে মনে করা যেতে পারে 5G নেটওয়ার্ক নিঃসন্দেহে 4G এর চেয়ে ভাল। দ্রুত ডাউনলোড এবং সামঞ্জস্যপূর্ণ নেটওয়ার্ক পরিসর পাওয়া যেতে পারে। ফলে 5G-র থেকে প্রত্যাশা অনেকটাই। কিন্তু সবটা কার্যকর হতে আরও কিছু বছর সময় লাগবে।