TRENDING:

5G smartphone: ১৫০০০ টাকা বাজেটে 5G স্মার্টফোন চান! আপনার জন্য রইল বাজারের সেরা কয়েকটি ফোনের তালিকা

Last Updated:

Moto G51 5G ফোনে রয়েছে বড় ৬.৮ ইঞ্চির ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, ১২০এইচজেড রিফ্রেশ রেট। Moto G51 5G চালিত হয় কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৪৮০+ ৫জি চিপসেট দ্বারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: স্মার্টফোনের বাজার থেকে সেরাটা বেছে নেওয়াও এক ধরনের শিল্প। কেনার আগে দেখে নিতে হয় ফোনের ফিচার, পারফর্মেন্স প্রভৃতি। ১৫,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন কিনতে চাইলে এক নজরে দেখে নেওয়া যেতে পারে এই প্রতিবেদন। বাজারে ১৫,০০০ টাকার মধ্যে বেশ কিছু ভাল স্মার্টফোন রয়েছে।
advertisement

Vivo T1 5G -

Vivo T1 5G ফোন হল অন্যতম সেরা বাজেট স্মার্টফোন। এতে মূলত গেমিংয়ের উপরে ফোকাস করা হয়েছে। Vivo T1 5G ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৫০০০এমএএইচ ব্যাটারি। Vivo T1 5G ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, সঙ্গে রয়েছে ১২০এইচজেড রিফ্রেশ রেট। Vivo-র এটি ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ১৪,৯৯৯ টাকায়।

advertisement

Moto G51 5G -

Moto G51 5G ফোনে রয়েছে বড় ৬.৮ ইঞ্চির ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, ১২০এইচজেড রিফ্রেশ রেট। Moto G51 5G চালিত হয় কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৪৮০+ ৫জি চিপসেট দ্বারা। এতে রয়েছে ৫০০০এমএএইচ ব্যাটারি এবং ২০ডাবলু চার্জ। এ ছাড়া রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। Moto G51 5G ফোনের সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভারতীয় বাজারে এই ফোনের দাম মাত্র ১৩,৯৯৯ টাকায়।

advertisement

Poco M4 Pro 5G -

Poco M4 Pro 5G ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ৯০এইচজেড রিফ্রেশ রেট। মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর চালিত Poco M4 Pro 5G ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। Poco M4 Pro 5G ফোন পাওয়া যাচ্ছে মাত্র ১৪,৯৯৯ টাকায়।

advertisement

আরও পড়ুন: চেনা যাচ্ছে না জাহ্নবী কাপুরকে! ঘিরে ধরলেন ভক্তরা! শরীরের এত বদল? ভাইরাল ভিডিও

iQOO Z6 5G -

iQOO Z6 5G ফোনের দাম ভারতীয় বাজারে মাত্র ১৩,৯৯৯ টাকা। iQOO Z6 5G ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৬ চিপসেট। iQOO Z6 5G ফোনে রয়েছে ৪জিবি র্যাাম এবং ১২৮জিবি স্টোরেজ। iQOO Z6 5G ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। iQOO Z6 5G ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের ক্যামেরা।

advertisement

Realme 9 5G -

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

Realme 9 5G ফোনে রয়েছে ডাইমেনসিটি ৮১০ ৫জি প্রসেসর। ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে-সহ Realme 9 5G ফোনে রয়েছে ৯০ এইচজেড রিফ্রেশ রেট। সঙ্গে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেটআপ। অ্যামাজনে এই ফোন পাওয়া যাচ্ছে মাত্র ১৪,৯৯৯ টাকায়।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
5G smartphone: ১৫০০০ টাকা বাজেটে 5G স্মার্টফোন চান! আপনার জন্য রইল বাজারের সেরা কয়েকটি ফোনের তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল