TRENDING:

Smartphones: স্মার্টফোনের দুনিয়ায় রীতিমতো হইচই; OnePlus 13 থেকে Xiaomi 15 Pro, আগামী কয়েক মাসের মধ্যে আসতে চলেছে এই ৫টি ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোন

Last Updated:

Smartphones: আগামী কয়েক সপ্তাহে স্মার্টফোনের দুনিয়ায় দারুণ অগ্রগতি আসতে চলেছে। গত ৯ অক্টোবর নিজেদের ফ্ল্যাগশিপ Dimensity 9400 chip চালু করেছে Mediatek। আবার আগামী ২১ অক্টোবর Snapdragon 8 Elite chip আনছে Qualcomm।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগামী কয়েক সপ্তাহে স্মার্টফোনের দুনিয়ায় দারুণ অগ্রগতি আসতে চলেছে। গত ৯ অক্টোবর নিজেদের ফ্ল্যাগশিপ Dimensity 9400 chip চালু করেছে Mediatek। আবার আগামী ২১ অক্টোবর Snapdragon 8 Elite chip আনছে Qualcomm। আর অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজারে ফ্ল্যাগশিপের জন্য এই দুটিই হবে সবথেকে গুরুত্বপূর্ণ চিপ। যা আসন্ন হাই-এন্ড স্মার্টফোনগুলিতে ব্যাপক বদল আনবে।
 ৫টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন
৫টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন
advertisement

আর আগামী কয়েক মাসে প্রধান কয়েকটি স্মার্টফোনের আসার কথা, সেগুলি নিয়েই আলোচনা করে নেওয়া যায়। রইল ৬টি আসন্ন ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তালিকা।

আরও পড়ুনঃ Flipkart-এ চলছে Big Shopping Utsav; আকর্ষণীয় ছাড়ে গ্রাহকরা সস্তায় পেয়ে যাবেন Apple, Samsung এবং Google-এর স্মার্টফোন

Xiaomi 15 Pro:

ফাঁস হওয়া Weibo পোস্ট থেকে জানা গিয়েছে যে, বিশ্বের প্রথম Snapdragon 8 Elite-powered স্মার্টফোন হতে চলেছে Snapdragon 8 Elite-powered স্মার্টফোন হতে চলেছে এটি। এটা মূলত Xiaomi 14-এর আপগ্রেডেড ভার্সন। এতে থাকবে ৬.৭৩ ইঞ্চি QHD+ রেজোলিউশন স্ক্রিন এবং ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট। এতে থাকবে ১৬ জিবি RAM এবং ১ টিবি অবধি ইন্টারনাল স্টোরেজ।

advertisement

OnePlus 13:

বরাবরের মতো OnePlus 13-য় থাকবে দুর্দান্ত হার্ডওয়্যার এবং প্রিমিয়াম ডিজাইন। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, OnePlus 13-য় Snapdragon 8 Elite chip। আর লুক এবং ফিলের কথা বলতে গেলে, জোর জল্পনা যে, OnePlus 12-র মতোই হতে পারে OnePlus 13। হয়তো ডিজাইনের সামান্য পরিবর্তন হবে। আর নতুন কালার অপশন আসবে।

advertisement

iQOO 13:

চলতি বছরে সবথেকে সাশ্রয়ী Snapdragon 8 Elite-powered স্মার্টফোনের মধ্যে অন্যতম হতে চলেছে iQOO 13। প্রসেসরের মতো এই ফোনে থাকবে প্রিমিয়াম ডিজাইন, ট্রিপল ক্যামেরা সেট-আপ। জল্পনা, এই ফোনে থাকতে চলেছে ৬১৫০ mAh ব্যাটারি। যা অন্ততপক্ষে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর iQOO 13-ই প্রথম স্মার্টফোন হতে পারে, যেখানে থাকবে Android 15 ভিত্তিক FunTouch OS 15। আর বেস মডেলে থাকবে ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ।

advertisement

Realme GT 7 Pro:

চিনা স্মার্টফোন নির্মাতা সংস্থার আসন্ন এই স্মার্টফোনটি সবথেকে অ্যাডভান্সড স্মার্টফোন হতে চলেছে। Snapdragon 8 Elite chip দ্বারা চালিত হতে পারে এই স্মার্টফোনটি। আর Realme GT 7 Pro বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হল – ১.৫ কে রেজোলিউশন ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট-আপ। এই ফোনে থাকতে চলেছে ৬১০০ mAh ব্যাটারি। যা অন্ততপক্ষে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

advertisement

Vivo X200 Pro:

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

স্মার্টফোন ক্যামেরা পারফরম্যান্সের ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি করেছে Vivo-র X সিরিজ। আসন্ন Vivo X200 Pro-এ চালিত হবে MediaTek Dimensity 9400-র সাহায্যে। সেই সঙ্গে থাকতে চলেছে হাই-এন্ড Zeiss-tuned ট্রিপল অথবা কোয়াড ক্যামেরা সেট-আপ। হাই-রেজোলিউশন আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো ক্যামেরা থাকবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smartphones: স্মার্টফোনের দুনিয়ায় রীতিমতো হইচই; OnePlus 13 থেকে Xiaomi 15 Pro, আগামী কয়েক মাসের মধ্যে আসতে চলেছে এই ৫টি ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল