১) জিমেলের ইনবক্সের থিম বেছে নেওয়ার উপায় -
জিমেল ইউজাররা নিজেদের ইনবক্সের ব্যাকগ্রাউন্ডে বেছে নিতে পারে যে কোনও ধরনের থিম। এর জন্য প্রথমেই ক্লিক করতে হবে জিমেলের সেটিং অপশন এবং সেখান থেকে যেতে হবে থিম অপশনে। এছাড়াও নিজেদের ইমেলের লেবেল অর্গানাইজ করা সম্ভব। এর জন্য প্রথমেই অ্যাড করতে হবে ইমেলের লেবেল, এরপর সেই মেল সিলেক্ট করতে হবে, এরপর ক্লিক করতে হবে লেবেল অপশনে। এরপর ইমেলে সেই লেবেল শো করবে।
advertisement
২) জিমেলের ইনবক্সের ক্যাটাগরি চেক করার উপায় -
জিমেলের ইনবক্সের অটোমেটিকালি অর্গানাইজ করা সম্ভব। জিমেল নিজে থেকেই বিভিন্ন ধরনের মেলের ক্যাটাগরি নির্বাচন করে। যেমন- যদি কোনও শপিং সাইট থেকে কোনও ধরনের মেল করা হয় তাহলে সেই মেল জিমেলের প্রোমোশন ট্যাবের মধ্যে চলে যাবে।
৩) নিজেদের মেল খুঁজে পাওয়ার উপায় -
প্রয়োজনের সময় নিজেদের মেল খুঁজে পাওয়ার জন্য ব্যবহার করতে হবে জিমেলের সার্চ অপশন। নিজেদের মেল খুঁজে পাওয়ার জন্য সার্চ অপশনে গিয়ে ক্লিক করতে হবে সার্চ বক্সে। সেখানে প্রয়োজনীয় তথ্য এন্টার করলেই বেড়িয়ে যাবে সেই প্রয়োজনীয় মেল।
আরও পড়ুন: তবে কী এবার আহির-রঞ্জার বিয়ে? কী হবে পিলুর? ফিরে আসছে ইষ্টিকুটুম-এর স্মৃতি !
৪) মেল না খুলেই তা ম্যানেজ করার উপায় -
মেল না খুলেই নির্দিষ্ট কয়েকটি উপায়ে তা ম্যানেজ করা যায় জিমেলে। সেই মেল না খুলে রাইট ক্লিক করে সেই মেল মুভ, আর্কাইভ, মিউট, ফিল্টার করা যায়। এছাড়াও নতুন ইউন্ডো ওপেন করা যায়। এছাড়াও ভুল করে অন্যকে মেল সেন্ড করে দিলে সেই মেল আন্ডু করা যায়। এছাড়া যার কাছে ভুল করে মেল চলে গিয়েছে তাকে মেসেজ পাঠানো সম্ভব।
আরও পড়ুন: পোশাক প্রায় নেই ! এই অবস্থাতেই উল্টে পড়লেন উরফি জাভেদ ! ভাইরাল ভিডিও
৫) ভিডিও কল শুরু করার উপায় -
জিমেলের মাধ্যমে ভিডিও কল শুরু করা যেতে পারে। এর জন্য প্রথমেই তাকে অ্যাড করতে হবে গুগল চ্যাট লিস্টে। এরপর ইনবক্স থেকেই শুরু করে দেওয়া যাবে তার সঙ্গে ভিডিও কল।