তিনি আরও বলেন যে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত পরিষেবা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সাইবার অ্যাটাক এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হ্যাকিং আটকাতে এবং তথ্যের নিরাপত্তা আঁটোসাঁটো করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে সরকার।
এ দিন রবিশঙ্কর জানান, গুরুত্বপূর্ণ তথ্যগুলি রক্ষা করার জন্য ২০০০ সালের আইটি আইন অনুযায়ী বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তথ্যের সুরক্ষার স্বার্থে ন্যাশানাল ক্রিটিকাল ইনফরমেশান ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশান সেন্টার (NCIIPC)-এর স্থাপন করা হয়েছে। বিশ্বের সর্বত্রই নিয়মিত সাইবার হানার ঘটনা ঘটছে। সরকার এই ধরনের ঘটনা রুখতে যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে।’
advertisement
প্রসঙ্গত, ভারতের কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম সম্প্রতি সাইবার-হানা প্রতিরেোধ সম্পর্কে বিভিন্ন মন্ত্রককে নিয়মিত বার্তা পাঠিয়েছে। সাইবার নিরাপত্তা সম্পর্কে নির্দিষ্ট গাইডলাইনও দিয়েছে ওই সংস্থা।