শেয়ার করে সুস্মিতা লিখলেন, ‘আমাদের প্রথম দেখার ছবি এটা ৷ মেক্সিকোতে তুলেছিলাম ৷ তখন আমার বয়স ১৮, আমার বয়স ২২ ৷ এখন আমি দুই মেয়ের মা, আর রিকি দুই ছেলের বাবা ৷ আমরা দু’জনেই আজ পরিণত ৷ আমাদের জার্নিটা সত্যিই রিকির গানের মতো লিভিন লা ভিডা লোকা ৷ একটা উদ্মাদ জীবন !’
advertisement
২০১০ সালে গোটা দুনিয়ার কাছে রিকি মার্টিন জানিয়ে দেন তিনি সমকামী ৷ এমনকী, এক পুরুষ সঙ্গীর সঙ্গেও সম্পর্কে লিপ্ত রিকি ৷ গত বছর সেই পুরুষ সঙ্গী জন ইয়োসেফের সঙ্গে বিয়েও করেন রিকি ৷
আরও পড়ুন
'দিল সে'-র শুটিংয়ে ভয় পেয়েছিলেন শাহরুখ, ২০ বছর বাদে সামনে এল সত্যি!
advertisement
অন্যদিকে দীর্ঘদিন অভিনেতা রণদীপ হুডার সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকলেও, এখন সুস্মিতা সিঙ্গল মাদার ৷ এমনকী, তিনি নিজেই জানিয়েছেন দুই মেয়েকে নিয়ে হ্যাপিলি সিঙ্গলই থাকতে চান !
সঞ্জয়লীলার পরের ছবির নায়ক ইনিই?
Location :
First Published :
April 17, 2018 3:49 PM IST