‘১৫ দিন সময় দেওয়া যাবে না ৷ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করতে নির্দেশ’, সুপ্রিম কোর্টের নির্দেশ কর্নাটকের ডিজিকে ৷
আরও পড়ুন: 'একনায়কতন্ত্র চলছে, পাকিস্তান-আফ্রিকায় এমন হয়', বিজেপিকে তোপ রাহুলের
বৃহস্পতিবার কর্ণাটকে সরকার গঠন করে বিজেপি। ১৫ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে নতুন মুখ্যমন্ত্রীকে। রাজ্যপালের সিদ্ধান্তের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছিল কংগ্রেস। কর্ণাটক রাজনীতি এখন টানটান উত্তেজনায় মোড়া থ্রিলার মুভি।
advertisement
সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে এখনও ৮ থেকে ৯ জন বিধায়কের সমর্থন প্রয়োজন বিজেপির। কীভাবে তা সম্ভব হবে? ঘোড়া কেনাবেচা আটকাতে বিধায়কদের গোপন জায়গায় পাঠিয়েছে কংগ্রেস-জেডিএস। কর্নাটক নিয়ে লড়াই এখনও বাকি। সেই কথা মাথায় রেখেই প্রস্তুতি কংগ্রেস- জেডিএসের।
Location :
First Published :
May 18, 2018 11:47 AM IST