চলতি বছরের অক্টোবরে সুপ্রিম কোর্ট অযোধ্যা নিয়ে যে রায় দিয়েছিল, তাতেই স্থির রইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷
গত ২৯ অক্টোবর শীর্ষ আদালত জানায়, চলতি বছরে কাজের দিন কম থাকায় জানুয়ারিতেই স্থির হবে অযোধ্যা মামলার শুনানি কবে হবে ৷ আজও সেই রায়তেই স্থির রইল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ ৷ শীর্ষ আদালত জানায়, জানুয়ারিতেই এই মামলার শুনানি হবে ৷ ইতিমধ্যেই দিন স্থির করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: আগামী ৩৬ ঘণ্টায় চেন্নাইয়ে আছড়ে পড়বে বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘গাজা’, রেড অ্যালার্ট জারি
একদিকে আরএসএস এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলির চাপ, অন্যদিকে লোকসভা নির্বাচন ৷ এই দুইয়ে রামমন্দির ইস্যু নিয়ে একেবারে কোণঠাসা মোদি সরকার ৷ ইতিমধ্যেই রামমন্দির তৈরিকে কেন্দ্র করে দেশজুড়ে ৩০০০ জন হিন্দু সন্ন্যাসী এবং ১২৫টি হিন্দুত্ববাদী সংগঠন দিল্লিতে জমায়েত হয়েছিলেন ৷ বিশেষজ্ঞদের মত, রামমন্দির তৈরি নিয়ে জানুয়ারিতে শুনানি হলেও তার রায় বেরোতে লোকসভা ভোট পেরিয়ে যাবে ৷ যার জেরে ১৯-র নির্বাচনে বিজেপির ভোটবাক্সে রামমন্দির-সহ রাফাল, সিবিআই এবং আরবিআই ইস্যুর জেরে ব্যাপক প্রভাব পড়তে পারে ৷ কারণ ভোট আদায়ে মোদি সরকারের কাছে হিন্দুত্বই ছিল প্রধান হাতিয়ার ৷