রথযাত্রা মামলা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের বিজেপির ৷ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে সম্মানরক্ষার লড়াই গেরুয়া শিবিরের ৷ কিন্তু যেসমস্ত কারণ দেখিয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে বিজেপি ৷ শীর্ষ আদালত সেই সমস্ত আবেদন খারিজ করে দেয় ৷
আরও পড়ুন: ঘন কুয়াশায় জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা ! দুমড়ে-মুচড়ে একাধিক গাড়ি, বাড়ছে মৃতের সংখ্যা
advertisement
তবে, আজ থেকেই শুরু হল সুপ্রিম কোর্টের শীতের ছুটি ৷ আপাতত ২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে দেশের সর্বোচ্চ আদালত ৷ নতুন বছরে আদালত খোলার পরই শুনানি হবে রথযাত্রা ৷ সেক্ষেত্রে সম্ভবত ৪ জানুয়ারির আগে রথযাত্রার শুনানি সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে ৷
রাজ্যের এই রথযাত্রা কর্মসূচির নাম দেওয়া হয়েছে গণতন্ত্র বাঁচাও যাত্রা ৷ সেই গণতন্ত্র বাঁচাও যাত্রা নিয়েই প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি ৷ সেখানে একের পর এক ইস্যুতে বাধা পেয়েছে বিজেপির স্বপ্নের রথযাত্রা কর্মসূচি ৷ অবশেষে, রথযাত্রা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি,
শীর্ষ আদালতের রায়ে আপাতত ভেন্টিলেশনে বিজেপির রথযাত্রা কর্মসূচি ৷