TRENDING:

দেশে সুপার এমারজেন্সি চলছে, শিলচর নিয়ে বললেন মমতা

Last Updated:

নিরাপত্তার দোহাই দিয়ে শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হল তৃণমূলের প্রতিনিধি দলকে ৷ প্রশাসনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলচর: অসমের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে বাধার মুখে তৃণমূল কংগ্রেস ৷ নিরাপত্তার দোহাই দিয়ে শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হল তৃণমূলের প্রতিনিধি দলকে ৷ প্রশাসনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ ৷ সুখেন্দুশেখর রায়ের অভিযোগ, দলের মহিলা সাংসদদের গায়ে হাত তুলেছে পুলিশ ৷
advertisement

আরও পড়ুন: অসম NRC: শিলচর বিমানবন্দরে TMC মহিলা সাংসদের মারধরের অভিযোগ

ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শিলচর পৌঁছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, দেশে গণতন্ত্র নয়, সুপার এমারজেন্সি চলছে ৷ এদিন তিনি বলেন, কাউকে হেনস্থা করা হবে না ৷ স্বরাষ্ট্রমন্ত্রী আমায় আশ্বাস দিয়েছিলেন ৷ তার পরেও কেন এই হেনস্থা? ৷ যদি সত্যিই অসমে কিছু না ঘটে থাকে ৷ তবে কেন বিমানবন্দরে ১৪৪ ধারা জারি? ৷ পুলিশ ওঁদের হোটেলে রাখবে বলেছে ৷ কেন পুলিশের কথায় চলবেন ওঁরা ৷ অসমে মিডিয়াকে কন্ট্রোল করা হচ্ছে ৷ দেশে সুপার এমারজেন্সি চলছে ৷ মহিলা সাংসদদের মারধর করা হয়েছে ৷ মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে ৷ বিজেপি হতাশ হয়ে পড়েছে ৷ পেশি শক্তি দেখাচ্ছে বিজেপি সরকার ৷ দাঙ্গা বাঁধানোর চেষ্টা বিজেপির ৷

advertisement

আরও পড়ুন: NRC ইস্যু: মমতার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করলেন অসমের তৃণমূল সভাপতি

বাংলা খবর/ খবর/দেশ/
দেশে সুপার এমারজেন্সি চলছে, শিলচর নিয়ে বললেন মমতা