TRENDING:

মুসলিম হয়েও কেন বিকিনি ? নেটিজেনদের তোপের মুখে সুহানা

Last Updated:

বলিউডে পা রাখেননি এখনও ৷ কিন্তু স্টারডমে পিছনে ফেলে দিচ্ছেন তাবড় তাবড় তারকাকে ৷ সে তো হওয়ারই কথা ৷ তিনি তো আর যে কেউ নন ৷ তিনি যে স্বয়ং কিং-খান কন্যা সুহানা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডে পা রাখেননি এখনও ৷ কিন্তু স্টারডমে পিছনে ফেলে দিচ্ছেন তাবড় তাবড় তারকাকে ৷ সে তো হওয়ারই কথা ৷ তিনি তো আর যে কেউ নন ৷ তিনি যে স্বয়ং কিং-খান কন্যা সুহানা ৷
advertisement

আবারও তাঁর বিকিনি-লুকে ঝড় উঠল সোশ্যাল দুনিয়ায় ৷ মাখো মাখো চকোলেট-রঙা বিকিনিতে নেট দুনিয়ায় উষ্ণতা বিলি করলেন তিনি ৷ সম্প্রতি ইতালিতে ছুটি কাটাচ্ছেন খান পরিবার ৷ ছেলে আরিযানের সঙ্গে বার্সেলোনার রাস্তায় পোজ দিয়েছিলেন শাহরুখ ৷ এবার সুহানার পালা ৷ যদিও কিছুদিন আগে বাবাকে চুমু দেওয়ার একটি দুর্দান্ত ছবি দেখা গিয়েছিল সোশ্যালের দেওয়ালে ৷ ভাইরাল হয়েছিল সেই ছবিটিও ৷ আর এবার ছোট ভাই আব্রাম আর গৌরি খানের ভাই বিক্রান্ত ছিব্বার ছেলে অর্জুনের সঙ্গে বিকিনি লুকে ধরা দিলেন তিনি ৷

advertisement

আরও পড়ুন:কলেজে পড়ার সময় নেশায় আসক্ত ছিলেন রণবীর কাপুর

কিন্তু এই ছবি পোস্ট হতে না হতেই হাজার হাজার বাক্যবাণ ধেয়ে এল সুহানার দিকে ৷ মুসলিম সম্প্রদায়ের মেয়ে হয়েও কেমন এই ধরণের খোলামেলা পোশাক তিনি পরেছেন, তা নিয়ে জোর তরজা শুরু হয় নেট দুনিয়ায় ৷ অনেকে সুহানার লুকের প্রশংসা করলেও তুলধনা করতেও ছাড়েননি নেটিজেনরা ৷ তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি শাহরুখকন্যাকে ৷

advertisement

এই ছবির জন্য আগেও ট্রোল হয়েছিলেন সুহানা ৷

এর আগেও টু-পিস পরার জন্য সমালোচনা শুনতে হয়েছিল সুহানাকে ৷ মেয়ের সমর্থনে মুখ খুলতে দেখা গিয়েছে কিং খানকেও ৷ তারপরেও থামেনি নৈতিকতার পাঠ ৷ তবে বিতর্ক সত্ত্বেও বারবার খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে সুহানা বুঝিয়ে দিয়েছেন, এসবে মোটেই পাত্তা দেওয়ার বান্দা নন তিনি ৷

advertisement

আরও পড়ুন:হেনস্তার শিকার আয়েশা টাকিয়া, ট্যুইটারে মোদি-সুষমাকে অভিযোগ স্বামীর

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
মুসলিম হয়েও কেন বিকিনি ? নেটিজেনদের তোপের মুখে সুহানা