TRENDING:

সম্পর্কে টানাপোড়েনে জের ! ভিডিও চ্যাটেই আত্মঘাতী ছাত্রী

Last Updated:

সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মঘাতী ছাত্রী ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুরের বৈদ্যপাড়ায় ৷ সোনারপুর থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সোনারপুর:‘আমি আত্মহত্যা করছি ৷’ ভিডিও চ্যাটে আত্মঘাতী ছাত্রী মৌসুমির শেষ বার্তা এমনটাই ছিল ৷
advertisement

সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মঘাতী ছাত্রী ! ঘটনাটি ঘটেছে সোনারপুরের বৈদ্যপাড়ায় ৷ সোনারপুর থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ প্রেমিকের সঙ্গে ভিডিও কল করার সময়ই আত্মঘাতী হয় ওই ছাত্রী ৷  পুলিশ মেয়েটির ফোন উদ্ধার করেছে ৷ সেই ফোনের চ্যাট থেকেই পুলিশের প্রাথমিক অনুমান, লাইভ চ্যাট করতে করতেই মেয়েটি আত্মহত্যা করে ৷ যদিও ফোনের মধ্যে মেয়েটির চ্যাট থাকলেও ছেলেটির সমস্ত চ্যাট ডিলিট বলে জানা গিয়েছে ৷

advertisement

মেয়ের মৃত্যুর পরই কান্নায় ভেঙে পড়েছেন ছাত্রীটির মা ৷ আত্মঘাতী ছাত্রী দ্বাদশ শ্রেণির পড়ুয়া মৌসুমী মিস্ত্রি ৷ মানসিক অবসাদগ্রস্থ হয়েই সম্ভবত আত্মঘাতী হয় মৌসুমি ৷ পুলিশের প্রাথমিক অনুমান এমনটাই ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মৌসুমির পরিবার সূত্রে খবর, আত্মঘাতী হওয়ার সময় মৌসুমি তার প্রেমিককে ছাড়াও গড়িয়ার চন্দন স্যারকেও ফোন করে ৷ এমনকী, গতকাল সন্ধ্যেবেলা বৈদ্যপাড়ার জলসা দেখে ফেরার পর থেকেই তার আচরণে অস্বাভাবিকতা দেখা গিয়েছিল বলে দাবি করেন মৌসুমির মা ৷ তবে,মৌসুমিকে জিজ্ঞেস করেও কোনও উত্তর মেলেনি বলে জানান তিনি ৷ মৌসুমির ফোনে এখনও রয়েছে সেই ভিডিও ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সম্পর্কে টানাপোড়েনে জের ! ভিডিও চ্যাটেই আত্মঘাতী ছাত্রী