TRENDING:

মোবাইল চুরি ! শোকে আত্মঘাতী কলেজ ছাত্রী, উদ্ধার সুইসাইড নোট

Last Updated:

মোবাইল চুরি ! শোকে আত্মঘাতী কলেজ ছাত্রী, উদ্ধার সুইসাইড নোট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর:  অনেক কষ্ট করে বাবা মোবাইল কিনে দিয়েছিল, মোবাইলই প্রাণ ছিল, সেটা রাখতে পারলাম না ,তাই আত্মহত্যার পথ বেছে নিচ্ছি – এমনই  সুইসাইড নোট উদ্ধার হল এক কলেজ ছাত্রীর মৃতদেহর পাশ থেকে । গতকাল নিজের বাড়ি থেকে উদ্ধার হয় দ্বিতীয় বর্ষের ওই কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ। মৃতার নাম নন্দিতা বারুই, দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর বাসিন্দা। দুর্গাপুরের মাইকেল মধুসূধন কলেজের ইতিহাস অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী ১৮ বছরের নন্দিতা।
advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, ৯ দিন আগে বাবা বিপুল বারুই মেয়েকে ৮ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কিনে দিয়েছিলেন । গত শনিবার জানলার পাশে মোবাইল চার্জ দিতে বসিয়েছিল নন্দিতা। সেই সময়েই, জানলা দিয়ে হাত ঢুকিয়ে কেউ মোবাইলটা চুরি করে নেয়। রবিবার দুপুরে স্থানীয় কোকওভেন থানায় মোবাইল চুরির অভিযোগও জানানো হয়েছিল।

advertisement

ফোন চুরি যাওয়ার পর থেকেই মনমরা হয়ে ছিল নন্দিতা।

রবিবার বাড়িতে নন্দিতার বাবা-মা ছিলেন না, এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে ফারাক্কা গিয়েছিলেন । বাড়িতে ছিল ভাই ও দিদা । গতকাল বিকেল থেকেই নন্দিতার ঘরের দরজা অনেকক্ষণ বন্ধ থাকায় সন্দেহ হয় ভাই বাপি বারুইয়ের। সে বাড়ির পিছন দিকে গিয়ে দেখে ওই ঘরের একটি জানলা খোলা রয়েছে। সেখান দিয়ে উঁকি দিতেই আঁতকে ওঠে বাপি... ঘরে বোনের ঝুলন্ত দেহ!

advertisement

এরপর প্রতিবেশীদের সাহায্যে, ঘরের টালির চাল সরিয়ে দেহ উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নন্দিতাকে মৃত বলে ঘোষনা করে । এই ঘটনায় কার্যত হতভম্ব পরিবার ! একটা মোবাইল ফোনের জন্য মেধাবী, ভদ্র ,নম্র স্বভাবের মেয়ে নন্দিতার এই অকাল মৃত্যুতে হতভম্ব এলাকার বাসিন্দারাও ।

নন্দিতা বারুইয়ের লেখা সুইসাইড নোট

advertisement

নন্দিতা বারুইয়ের লেখা সুইসাইড নোট

আরও পড়ুন-কান্দিতে অ্যাসিড হামলার শিকার যুবতী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মোবাইল চুরি ! শোকে আত্মঘাতী কলেজ ছাত্রী, উদ্ধার সুইসাইড নোট