TRENDING:

পেনশন নিয়ে সুখবর শোনাল মমতা সরকার, পঞ্চায়েত ভোটের আগেই নয়া ব্যবস্থা

Last Updated:

পেনশন নিয়ে সুখবর শোনাল মমতা সরকার, পঞ্চায়েত ভোটের আগেই নয়া ব্যবস্থা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পেনশন ৷ চাকরি ছাড়ার পর এই একটা জিনিসের উপর নির্ভর করে বহু পরিবারের ৷ কর্মজীবনের শেষে এটার উপর ভরসা করে বাকি জীবনটা কাটাতে চায় পেনশনভোগীরা ৷ কিন্তু অবসর নেওয়ার পর পেনশন পেতে এক দফতর থেকে অন্য দফতর দিনের পর দিন ঘুরতে হয় পেনশনভোগীদের ৷ পেনশন অফিস থেকে পেনশনের অর্ডার পেতে কালঘাম ছুটে যায় ৷ প্রচুর সমস্যার মুখে পড়তে হয় ৷ এমনকি বিনা কারণে অনেক দিন পর্যন্ত মেলে না পেনশনের অর্ডার বলে আগেও বহু অভিযোগ উঠেছে ৷ পেনশন অর্ডার মিলতে কেটে যায় ১ থেকে ২ বছরও ৷ সাধারণ মানুষকে এই হয়রানি থেকে মুক্তি দিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে ই-পেনশন ব্যবস্থা শুরু করল রাজ্য সরকার ৷
advertisement

পঞ্চায়েত ভোটের আগেই সুখবর রাজ্যের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের জন্য । মঙ্গলবার উচ্চ শিক্ষা সংসদের বৈঠকের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ই-পেনশন ব্যবস্থা চালুর কথা ঘোষণা করেন। আগামী 2 এপ্রিল থেকেই পুরোপুরি এই অনলাইন পেনশন ব্যবস্থা কার্ষকর হবে বলে জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন 

বাগুইআটি ডাকাতি কাণ্ডের কিনারা, ধৃত ফেসবুকবন্ধু-সহ ৩

advertisement

সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য এই ব্যবস্থা চালু হতে চলেছে। এই অনলাইন ই-পেনশন ব্যবস্থায় পেনশন ও অবসর সংক্রান্ত পুরো প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন করা যাবে এবং খুব দ্রুত পেনশন অর্ডার পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীও ৷ এতে স্বচ্ছটা বজায় রাখতেও সুবিধা হবে ৷

আরও পড়ুন 

advertisement

যোগীর নির্দেশে উর্দি ছেড়ে ধুতি-পাঞ্জাবিতে পুলিশ !

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এর আগে ফেসবুকে একটি পোস্টে মুখ্যমন্ত্রী ই-পেনশন ব্যবস্থা সম্পর্কে জানিয়েছিলেন ৷ এতে অবসরের দিনই গ্র্যাচুইটি দিয়ে দেওয়া হবে প্রাপককে। ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবসরের ঠিক এক মাসের পর থেকেই পেনশন দেওয়া শুরু হয়ে যাবে ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
পেনশন নিয়ে সুখবর শোনাল মমতা সরকার, পঞ্চায়েত ভোটের আগেই নয়া ব্যবস্থা