TRENDING:

পচা মাংস বিক্রিতে রাশ টানতে বদ্ধপরিকর প্রশাসন, নজিরবিহীন পদক্ষেপের ঘোষণা

Last Updated:

ভাগাড় মরা পশুর মাংস কেনা-বেচার চক্র বা খামারের মরা মুরগির রমরমা ব্যবসা মানুষের দৈনন্দিন জীবনে এক ভয়ের সঞ্চার ঘটিয়েছে ৷ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ওয়াকিবহাল মহল মনে করে মানুষের কাছে বড়ই অনভিপ্রেত ছিল এই ঘটনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  ভাগাড়ের মরা পশুর মাংস কেনা-বেচার চক্র বা খামারের মরা মুরগির রমরমা ব্যবসা মানুষের দৈনন্দিন জীবনে এক ভয়ের সঞ্চার ঘটিয়েছে ৷ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ওয়াকিবহাল মহল, সবাই মনে করে মানুষের কাছে বড়ই অনভিপ্রেত ছিল এই ঘটনা ৷ অবশেষে প্রকাশ্যে এসেছে সেই চাঁই বা চক্রের মাথারা ৷
advertisement

আরও পড়ুন : ঘুমন্ত মহিলাকে সাপের কামড়, অজান্তে বিষাক্ত স্তন্য়দানে মৃত্যু ৩ বছরের মেয়েরও

গ্রেফতার হয়েছে কওসর আলি ঢালি কিন্তু তবুও যেন মানুষ ভুলতে পারছেন না সেই ভয়াবহতা ৷ প্রশাসনও ভীষণ রকমের সতর্ক ৷ তাই এবার থেকে সমস্ত সরকারি মাংসের আউট লেটে সম্পূর্ণ মাংস বিক্রি পদ্ধতি ক্যামেরার নজরদারিতে আসতে চলেছে ৷ মাংস বিক্রির সম্পূর্ণ ভিডিও করবে পশ্চিমবহ্গ প্রাণী সম্পদ বিকাশ দফতর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

যে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য এতটাই কড়াকড়ি করা হচ্ছে বলে মনে হচ্ছে ৷ এর অন্যথায় কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে সংশ্লিষ্ট অপরাধে অপরাধীদের ৷ যে কোনও মূল্যেই রাজ্য প্রশাসন মাংস দুর্নীতিতে লাগাম পড়াতে চাইছে ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
পচা মাংস বিক্রিতে রাশ টানতে বদ্ধপরিকর প্রশাসন, নজিরবিহীন পদক্ষেপের ঘোষণা