আরও পড়ুন : ঘুমন্ত মহিলাকে সাপের কামড়, অজান্তে বিষাক্ত স্তন্য়দানে মৃত্যু ৩ বছরের মেয়েরও
গ্রেফতার হয়েছে কওসর আলি ঢালি কিন্তু তবুও যেন মানুষ ভুলতে পারছেন না সেই ভয়াবহতা ৷ প্রশাসনও ভীষণ রকমের সতর্ক ৷ তাই এবার থেকে সমস্ত সরকারি মাংসের আউট লেটে সম্পূর্ণ মাংস বিক্রি পদ্ধতি ক্যামেরার নজরদারিতে আসতে চলেছে ৷ মাংস বিক্রির সম্পূর্ণ ভিডিও করবে পশ্চিমবহ্গ প্রাণী সম্পদ বিকাশ দফতর ৷
advertisement
যে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য এতটাই কড়াকড়ি করা হচ্ছে বলে মনে হচ্ছে ৷ এর অন্যথায় কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে সংশ্লিষ্ট অপরাধে অপরাধীদের ৷ যে কোনও মূল্যেই রাজ্য প্রশাসন মাংস দুর্নীতিতে লাগাম পড়াতে চাইছে ৷
Location :
First Published :
May 26, 2018 4:46 PM IST