আরও পড়ুন: পুলিশ অফিসারের বিরুদ্ধে বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ
কমিটির চেয়ারম্যান রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়
কমিটিতে রয়েছেন রাজ্যের সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য
এবং স্কুল শিক্ষা দফতরের অতিরিক্ত সচিব
পাঁচ সদস্যের কমিটি খতিয়ে দেখবে পাস ফেল ফেরানো হলে কোন ক্লাস থেকে ফেরানো উচিত।
advertisement
মূল্যায়ন ব্যবস্থার কোনও রদবদল করা উচিত কি না
সিলেবাসে রদবদলের প্রয়োজন আছে কি না
সিবিএসই, আইসিএসই-র সঙ্গে প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে কোথায় ফারাক
পাস-ফেল না থাকার সময় স্কুলছুটের সংখ্যা কত, আর যখন পাস-ফেল ছিল তখন কত ছিল, তার তুলনামূলক বিচার
আরও পড়ুন: ওরাল সেক্স করতে বাধ্য করে স্বামী, কড়া ব্যবস্থার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে স্ত্রী
রাজ্য সরকার প্রথম থেকেই পাস-ফেল ফেরানোর পক্ষে। কিন্তু, ফিরলে কোন ক্লাস থেকে? মূলত এ নিয়েই পর্যালোচনা করবে পাঁচ সদস্যের কমিটি। তাদের সাতদিনের মধ্যে স্কুল শিক্ষা দফতরকে রিপোর্ট দিতে বলা হয়েছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: সিভিল সার্ভিসে পাস না করেও আড়াই বছর ধরে আমলাদের চাকরি, বিজেপি সাংসদের মেয়ে-সহ গ্রেফতার ১৯