গত ফেব্রুয়ারিতে আচমকাই প্রয়াত হয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। এ বার চলে গেলেন ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে তাঁর সহ অভিনেত্রী সুজাতা কুমার।
স্টেজ ফোর ক্যাটাগরির ক্যান্সার ছিল সুজাতা কুমারের। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই তাঁর অবস্থার অবনতি এবং শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ে। ১৯ আগস্ট রাত ১১টা ২৬ মিনিটে তাঁর মৃত্যু হয় বলে ট্যুইটে জানান সুচিত্রা।
advertisement
'ইংলিশ ভিংলিশ' ছাড়াও করণ জোহরের 'গোরি তেরে পেয়ার মে', আনন্দ এল রাইয়ের 'রঞ্ঝনা', সঞ্জয় লীলা বনশালীর 'গুজারিশ'-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া বেশ কয়েকটি টিভি ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে।
Location :
First Published :
August 20, 2018 1:15 PM IST