তবে এই প্রথম নয়। এর আগেও বারবার ‘বলির পাঠা’ বানানো হয়েছে যুজবেন্দ্র চাহলকে। আগে নিজের বিরক্তি বা হতাশার বহিঃপ্রকাশ করলেও এখন আর তা করেন না। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় একটি হাসি মুখের ইমোজি শেয়ার করেছেন তারকা লেগ স্পিনার।
এর আগেও দলে সুযোগ না পেয়ে ইমোজি শেয়ার করেছেন চাহল। দলে সুযোগ না পাওয়ার কারণে এই ইমোজি কিনা তা স্পষ্ট না হলেও, দল ঘোষণার পরই তা শেয়ার করেন চাহল। আর এতেই দুইয়ে-দুইয়ে চার করে নেন সকলে। অনেকের মতে, হাসি মুখের ইমোজি দিয়ে চাহল বোঝাতে চেয়েছেন আগে কষ্ট হতো এখন এ সব সয়ে গিয়েছে।
advertisement
এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), ঈশান কিশান, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান এবং মুকেশ কুমার।