TRENDING:

Messi in Kolkata: মেসি কাণ্ডে ডিজি, বিধাননগরের সিপি, ক্রীড়া দফতরের সচিবকেও শোকজ! তদন্তে শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড ডিসি

Last Updated:

Messi in Kolkata: যুবভারতী কাণ্ড নিয়ে বিবৃতি দিল রাজ্য৷ শোকজ করা হল ডিসি অনীশ সরকার এবং বিধাননগরের সিপি মুকেশ কুমারকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যুবভারতী কাণ্ড নিয়ে বিবৃতি দিল রাজ্য৷ শোকজ করা হল ডিসি অনীশ সরকার এবং বিধাননগরের সিপি মুকেশ কুমারকে৷ অনীশ সরকার এর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হল বলেই জানিয়েছে রাজ্য৷ শো-কজ করা হল ডিজি রাজীব কুমারকেও৷ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হল ডিসিপি অনীশ সরকারকে৷ ক্রীড়া দফতরের সচিব রাজেশ কুমার সিনহাকেও শো কজ করা হল৷ ঘটনার তদন্তে চার আইপিএসের স্পেশ্যাল টিম ঘটন করা হল৷
মেসি কাণ্ডে ডিজি, বিধাননগরের সিপি, ক্রীড়া দফতরের সচিবকেও শোকজ! তদন্তে শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড ডিসি
মেসি কাণ্ডে ডিজি, বিধাননগরের সিপি, ক্রীড়া দফতরের সচিবকেও শোকজ! তদন্তে শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড ডিসি
advertisement

যুবভারতীতে মেসির আগমনে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার ঘটনার তদন্তে তিন সদস্যের কমিশন গড়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া এই কমিশনের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়৷ মঙ্গলবার এই ঘটনার নবান্নে প্রাথমিক রিপোর্ট পেশ করে কমিশনের।

আরও পড়ুন: ১৫ বছরে মাকে খুন…পর্দার চেয়েও বেশি নৃশংস ছিলেন আসল রহমান ডাকাত! কার চরিত্রে সাড়া ফেলেছেন অক্ষয় খান্না? গ্যাংস্টারের কাহিনী শুনলে শিউরে উঠবেন

advertisement

রিপোর্টে SIT গঠনের পরামর্শ রাজ্য সরকারকে। নিরপেক্ষভাবে তদন্ত করার জন্যই সিট গঠন করার পরামর্শ তদন্ত কমিটির৷ বিধান নগর পুলিশ এবং রাজ্যের ক্রীড়া দফতরের কাছে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে।

দুটো ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট চাওয়া হয়েছে মূলত নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করে।

১) মাঠে জলের বোতল!

এক্ষেত্রে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে৷

advertisement

প্রথম, মাঠে জলের বোতল ঢুকলো কি করে?

দ্বিতীয়, তাহলে কি স্টেডিয়ামের গেটের পাহারায় খামতি ছিল!

তৃতীয়, কারা দায়িত্ব ছিল? তাদের কি ভূমিকা ছিল?

২) মাঠের ভেতরে জটলা।

প্রথম, মাঠের ভেতরে কাদের যাবার অনুমতি ছিল?

দ্বিতীয়, মাঠের ভেতরের প্রোগ্রাম নিয়ে কি পরিকল্পনা ছিল?

তৃতীয়, মাঠের ভেতরের কর্মসূচির এক্সিকিউট করার দায়িত্ব কাদের ছিল!! তাদের ভূমিকা কি?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'নিগনের মন্ডা'খেয়েছেন? নলেন গুড়ের স্বাদ নিতে ছুটে আসে দূর দূরান্তের মানুষ
আরও দেখুন

এই সমস্ত তথ্য বিধান নগর পুলিশ এবং ক্রীড়া দফতরের থেকে অবিলম্বে চাওয়া হয়েছে ২৪ ঘন্টার মধ্যে।

বাংলা খবর/ খবর/খেলা/
Messi in Kolkata: মেসি কাণ্ডে ডিজি, বিধাননগরের সিপি, ক্রীড়া দফতরের সচিবকেও শোকজ! তদন্তে শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড ডিসি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল