যুবভারতীতে মেসির আগমনে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার ঘটনার তদন্তে তিন সদস্যের কমিশন গড়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া এই কমিশনের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়৷ মঙ্গলবার এই ঘটনার নবান্নে প্রাথমিক রিপোর্ট পেশ করে কমিশনের।
advertisement
রিপোর্টে SIT গঠনের পরামর্শ রাজ্য সরকারকে। নিরপেক্ষভাবে তদন্ত করার জন্যই সিট গঠন করার পরামর্শ তদন্ত কমিটির৷ বিধান নগর পুলিশ এবং রাজ্যের ক্রীড়া দফতরের কাছে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে।
দুটো ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট চাওয়া হয়েছে মূলত নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করে।
১) মাঠে জলের বোতল!
এক্ষেত্রে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে৷
প্রথম, মাঠে জলের বোতল ঢুকলো কি করে?
দ্বিতীয়, তাহলে কি স্টেডিয়ামের গেটের পাহারায় খামতি ছিল!
তৃতীয়, কারা দায়িত্ব ছিল? তাদের কি ভূমিকা ছিল?
২) মাঠের ভেতরে জটলা।
প্রথম, মাঠের ভেতরে কাদের যাবার অনুমতি ছিল?
দ্বিতীয়, মাঠের ভেতরের প্রোগ্রাম নিয়ে কি পরিকল্পনা ছিল?
তৃতীয়, মাঠের ভেতরের কর্মসূচির এক্সিকিউট করার দায়িত্ব কাদের ছিল!! তাদের ভূমিকা কি?
এই সমস্ত তথ্য বিধান নগর পুলিশ এবং ক্রীড়া দফতরের থেকে অবিলম্বে চাওয়া হয়েছে ২৪ ঘন্টার মধ্যে।
