কোথাও কোথাও আবার খাবার ও পানীয় জল পর্যন্ত নেই। এমন অবস্থায় বন্যা দুর্গতের সাহায্য করতে এগিয়ে এলেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ও তাঁর পরিবার। খাবার ছাড়াও প্রয়োজনীয় বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য সহযোগিতা করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন ইউসুফ পাঠানরা। তিনি বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন ৷ বাড়ির নীচে খাবার পরিবেশন করছেন ইউসুফ পাঠান ৷ এমনকী নিজে হাতে ক্ষুধার্তদের জন্য খাবার বেড়ে দিচ্ছেন তিনি ৷ আর সেই ভিডিও ছড়িয়ে যেতেই ইউসুফ পাঠানকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা ৷
advertisement
জলে আটকে রয়েছেন অনেক মানুষ ৷ কিন্তু তাঁদের কাছে খাবার পৌঁছচ্ছে না ৷ তাঁরাও বাইরে আসতে পারছেন না ৷ এমনই এক ব্যক্তি ক্রিকেটারকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘গত দুদিনের ভারী বৃষ্টিতে হস্টেলের মেয়েরা ভেতরে আটকে রয়েছে। ওদের কাছে খাবার বলতে কিছুই নেই। প্রায় ৩ দিন ধরে কিছু খায়নি হস্টেলের কেউ। সম্ভব হলে এখানে কিছু সাহায্য করুন।’-সঙ্গে ঠিকানাও জুড়ে দেন তিনি। ইরফান পাঠান তাঁকে বলেন, ‘শিগগিরই আমাদের টিমের পক্ষ থেকে ওদের সঙ্গে যোগযোগ করা হবে।’
