কিন্তু এবার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের এক ফাস্ট বোলার চ্যালেঞ্জ জানিয়ে বসলেন উমরান মালিককে। জামান খান নামের এক পেসার পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার দলের হয়ে খেলবেন। জামান জানিয়েছেন তিনি এই পিএসএলেই উমরান মালিকের রেকর্ড ভেঙে দেবেন। তিনি মনে করেন পেস নিয়ে তার চিন্তা করার খুব একটা কারণ নেই। কারণ পেস তার স্বাভাবিক ব্যাপার।
advertisement
উমরান মালিকের ১৫৭ কিলোমিটার ভেঙে দিতে তার বেশি সময় লাগবে না। তবে জামান খান জানিয়েছেন প্রতি ম্যাচে ভাল পারফর্ম করা আসল লক্ষ্য। তার জন্য অনেক পরিশ্রম করতে রাজি আছেন। আসল লক্ষ্য পাকিস্তান সিনিয়র দলে সুযোগ পাওয়া। তার আগে নিজেকে প্রমাণ করতে চান পিএসএলে।
তবে পাকিস্তানের জামানের চ্যালেঞ্জের পাল্টা জবাব হিসেবে কিছুই বলেননি উমরান। তিনি জানেন কাশ্মীরি বলেই এবং ভারতের জার্সিতে খেলছেন বলেই তাকে নিয়ে হিংসে করে পাকিস্তান। তবে এর জবাব মুখে দেওয়ার প্রয়োজন মনে করেন না মালিক। এর আগেও মহম্মদ শামিকে নিয়ে ধর্ম তুলে সুড়সুড়ি দিয়েছিল পাকিস্তান।
এটা তাদের পুরনো কাজ। অথচ নিজেদের হিন্দু ক্রিকেটার দানিশ কনেরিয়া দলে এক ঘরে হয়ে থাকতেন সেটা কে না জানে? তাও দালালি কমেনি পাকিস্তানের। উমরান মালিক অবশ্য মনে মনে জানেন মুখে নয়, পাকিস্তানের সঙ্গে মাঠে দেখা হলে জবাব দেবেন।