সেই সময় ওই যুবক চেঁচিয়ে বলে ওঠেন, আমি পাকিস্তান থেকে এসেছি। আপনার সঙ্গে একটা ছবি তুলতে চাই। যা শুনে বিরাট ফিরে এসে সেই পাক ভক্তের চাহিদা মেটান। সেই ঘটনার ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। পরে পাকিস্তানের একটি টিভি চ্যানেলে আপ্লুত সেই যুবক বলেন, আমি বিশ্বের কোনও ক্রিকেটারের ভক্ত নেই। শুধু বিরাট কোহলির।
advertisement
বিরাট ভাইয়ের সঙ্গে ছবি তুলব বলে আমি এক মাস ধরে অপেক্ষা করে ছিলাম। আজ সুযোগ হল। আমার কথা শুনে বিরাট ভাই এসে ছবি তুলে যান। ওঁর মতো মানুষ আমি দেখিনি। লাহোর থেকে আসা সেই ক্রিকেটপ্রেমী জানিয়েছেন, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কোনও ছবি তিনি তোলেননি। শুধু তুললেন বিরাটের সঙ্গে।
ক্রিকেট সম্প্রীতির এই বাতাবরণের মধ্যেই অবশ্য চলছে দু’দলের মহড়া। এদিন ভারতের নেটে দুরন্ত ছন্দে ব্যাট করতে দেখা গিয়েছে প্রাক্তন অধিনায়ক বিরাট এবং বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে। ২৮ অগস্ট মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।
জিবরান মনে করেন বিরাট কোহলি রবিবার কমপক্ষে একটা হাফ সেঞ্চুরি করবেন পাকিস্তানের বিপক্ষে। নিজের দেশ হিসেবে পাকিস্তানের জয় চান তিনি। কিন্তু বিরাট যেন ওই ম্যাচেই রানে ফেরেন প্রার্থনা করবেন পাকিস্তানি ভক্ত।