তামিলনাডুর চিন্নাপামপাত্তি গ্রামের এঁদো গলি থেকে ব্রিসবেনে টেস্ট অভিষেক। প্রথম টেস্টে নেমেই মাতিয়ে দিয়েছিলেন নটরাজন। ইয়র্কার দেওয়ার ক্ষমতা ছাড়াও তাঁর গতিতে কেঁপে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। তারপরেরটা ইতিহাস । ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ের শরিক হতে পেরেছিলেন ২৯ বছরের এই বাঁ হাতি পেসার। সে সব দিন কাটিয়ে অবশেষে ফিরেছেন দেশে । এখন অন্য এক আনন্দের শরিক হলেন গর্বিত বাবা টি নটরাজন ।
advertisement
দেশের বাইরে থাকাকালীনই জন্ম হয়েছে তাঁর মেয়ের । রবিবার তাঁকে দেখা গেল স্ত্রী আর নবজাতকের সঙ্গে তামিলনাড়ুর একটি মন্দিরে । সেই ছবিটি ট্যুইটারে পোস্ট করে তিনি লেখেন, ফিলিং ব্লেসেড । পাশাপাশি এও জানান, তাঁদের ছোট্ট মেয়ের নাম হনভিকা । লেখেন, ‘‘তুমি আমাদের জীবনের সেরা উপহার । তোমার জন্যই আমাদের জীবনটা এত সুন্দর । অনেক ধন্যবাদ লাডো আমাদেরকে তোমার বাবা-মা হিসাবে বেছে নেওয়ার জন্য । লভ ইউ সবসময়, চিরদিন ।’’