TRENDING:

Yoga: ২০০ জনকে টেক্কা দিয়ে ৭ বছরের এরিথ্রিনা দাস হলেন জাতীয় যোগাসন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

Last Updated:

Yoga: শিলিগুড়িতে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হয় জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতা। একাধিক বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে। ৫ থেকে ৭ বছর বিভাগে প্রথম হয় মালদহের এরিথ্রিণা দাস।

advertisement
মালদহ: জাতীয় স্তরের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতে সকলের নজর কাড়ল‌ মালদহের ৭ বছরের এরিথ্রিনা দাস। ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক লাভ করল মালদহের চাঁচল সদরের ট্যান্ডেলপাড়ার ৭ বছর বয়সী বালিকা এরিথ্রিনা দাস। তার এমন সাফল্যে খুশির হাওয়া পরিবারসহ জেলার ক্রীড়া মহলে।
advertisement

জানা গিয়েছে, শিলিগুড়ির মাটিগাড়ায় ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতা। সেখানে একাধিক বিভাগে অনুষ্ঠিত হয় যোগাসন প্রতিযোগিতা। যেখানে ৫ থেকে ৭ বছর বিভাগে প্রথম হয় এরিথ্রিনা দাস। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ২০০ জন প্রতিযোগী। সেই সকল প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম হয়ে স্বর্ণপদক লাভ করে এরিথ্রিনা।

advertisement

আরও পড়ুন – Thundersquall and Heavy Rainfall: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তুমুল দুর্যোগ, ঝড় ঝাঁপাবে ৭০ কিমি প্রতি ঘণ্টা গতিতে, ২৪ ঘণ্টায় বাংলার জেলায়-জেলায় মেগা বৃষ্টির অশনি

স্বর্ণপদক জয়ী এরিথ্রিণা দাসের প্রশিক্ষক সম্পদ মালো‌ জানান, “জেলা থেকে মোট ২৭ জুন প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। তাদের মধ্যে সাতজনকে প্রশিক্ষণ দিতেন তিনি। তাদেরই মধ্যেই একজন রয়েছে এরিথ্রিনা দাস। যে প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এরপরে দিল্লিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা। তার‌ই প্রস্তুতি এখন শুরু করেছে সে। তার এমন সাফল্য দেখে খুব ভাল লাগছে। আগামীতে প্রশিক্ষণ দিয়ে পাশে থাকব।”

advertisement

এরিথ্রিনার বাবা গৌরব দাস জানান, “তিন বছর বয়স থেকেই সে যোগাসন শিখছে। জাতীয় স্তরের প্রতিযোগিতায় প্রথম হবে ভাবতে পারিনি। খুব ভাল লাগছে মেয়ের সাফল্য দেখে। প্রায় চার বছর ধরে সে প্রশিক্ষণ নিচ্ছে। আগামীতে যেন সাফল্যের দিকে আরও এগিয়ে যেতে পারে তার‌ই কামনা করছি।”

এরিথ্রিনা বর্তমানে চাঁচল সদরের একটি প্রাথমিক স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। তার বাবা গৌরব দাস ক্ষুদ্র ব্যবসায়ী ও মা বৃতী দাস সাধারণ গৃহবধূ। মাত্র ৩ বছর বয়স থেকে বাবা মায়ের সহযোগিতায় যোগ চর্চা শুরু করে এরিথ্রিনা। এই বয়সে তার এমন সাফল্য দেখে হতবাক সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অপেক্ষার অবসান, কনকনে শীতে শুরু হয়ে গেল এবছরের পৌষমেলা! প্রথম দিনেই রেকর্ড ভিড়
আরও দেখুন

GM Momin

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Yoga: ২০০ জনকে টেক্কা দিয়ে ৭ বছরের এরিথ্রিনা দাস হলেন জাতীয় যোগাসন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল