জানা গিয়েছে, শিলিগুড়ির মাটিগাড়ায় ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতা। সেখানে একাধিক বিভাগে অনুষ্ঠিত হয় যোগাসন প্রতিযোগিতা। যেখানে ৫ থেকে ৭ বছর বিভাগে প্রথম হয় এরিথ্রিনা দাস। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ২০০ জন প্রতিযোগী। সেই সকল প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম হয়ে স্বর্ণপদক লাভ করে এরিথ্রিনা।
advertisement
স্বর্ণপদক জয়ী এরিথ্রিণা দাসের প্রশিক্ষক সম্পদ মালো জানান, “জেলা থেকে মোট ২৭ জুন প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। তাদের মধ্যে সাতজনকে প্রশিক্ষণ দিতেন তিনি। তাদেরই মধ্যেই একজন রয়েছে এরিথ্রিনা দাস। যে প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এরপরে দিল্লিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা। তারই প্রস্তুতি এখন শুরু করেছে সে। তার এমন সাফল্য দেখে খুব ভাল লাগছে। আগামীতে প্রশিক্ষণ দিয়ে পাশে থাকব।”
এরিথ্রিনার বাবা গৌরব দাস জানান, “তিন বছর বয়স থেকেই সে যোগাসন শিখছে। জাতীয় স্তরের প্রতিযোগিতায় প্রথম হবে ভাবতে পারিনি। খুব ভাল লাগছে মেয়ের সাফল্য দেখে। প্রায় চার বছর ধরে সে প্রশিক্ষণ নিচ্ছে। আগামীতে যেন সাফল্যের দিকে আরও এগিয়ে যেতে পারে তারই কামনা করছি।”
এরিথ্রিনা বর্তমানে চাঁচল সদরের একটি প্রাথমিক স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। তার বাবা গৌরব দাস ক্ষুদ্র ব্যবসায়ী ও মা বৃতী দাস সাধারণ গৃহবধূ। মাত্র ৩ বছর বয়স থেকে বাবা মায়ের সহযোগিতায় যোগ চর্চা শুরু করে এরিথ্রিনা। এই বয়সে তার এমন সাফল্য দেখে হতবাক সকলে।
GM Momin