TRENDING:

এবার ব্যাট হাতে কামাল দেখালেন যশস্বীর ভাই তেজস্বী, খেললেন মারকাটারি ইনিংস

Last Updated:

Tejasvi Jaiswal: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অনবদ্য সেঞ্চুরি করেছেন ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝোড়ো ইনিংস খেলে সকলের নজর কাড়লেন অপর জয়সওয়াল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অনবদ্য সেঞ্চুরি করেছেন ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝোড়ো ইনিংস খেলে সকলের নজর কাড়লেন অপর জয়সওয়াল। ব্যাটিং স্টাইল দেখলে মনে হতেই পারে যশস্বী ব্যাট করছেন। কিন্তু তিনি যশস্বী নয়, জয়সওয়াল পরিবারের অপর সদস্য। যশস্বীর ভাই তেজস্বী জয়সওয়াল ঝোড়ো ইনিংস নজর কাড়লে সকলের।
News18
News18
advertisement

প্রথম ইনিংসে ৬০ রানে প্রথম উইকেটের পকনের পর নেমে তেজস্বী জয়সওয়াল মাত্র ৩৭ বলে ৫১ রান করে ত্রিপুরার ইনিংস ভিত্তি দেন। তার ইনিংসে ছিল চারটি ছক্কা ও একটি বাউন্ডারি, যা দলের সর্বোচ্চ স্কোর। তার এই দারুণ পারফরম্যান্সে ত্রিপুরা ১৬৩/৬ রান তুলতে সক্ষম হয়। তবে ম্যাচের উত্তেজনা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি দলটি। উত্তরাখণ্ডের অধিনায়ক কুনাল চাণ্ডেলার ৩৭ বলে ৫১ এবং পরবর্তীতে জগদীশ সুচিতের ৭ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে শেষ বলে চার উইকেটে জয় পায় উত্তরাখণ্ড।

advertisement

তেজস্বী ও যশস্বীর গল্পটি ক্রিকেটের বাইরেও অনেক বেশি আবেগঘন। একই স্বপ্ন নিয়ে দুই ভাই মুম্বইয়ে এসেছিলেন ক্রিকেটার হওয়ার লক্ষ্যে, কিন্তু পরিবারের আর্থিক সংকটে একসঙ্গে দু’জনের কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে বড় ভাই তেজস্বী নিজের স্বপ্ন ছেড়ে দিল্লিতে চাকরি নেন এবং ছোট ভাই যশস্বীর সাফল্যের পথে আর্থিক সহায়তা করতে থাকেন।

advertisement

আরও পড়ুনঃ IND vs SA: চ্যাম্পিয়ন দল থেকে ৫ জন পেলেন সুযোগ! ভারতের টি-২০ দলে বড় চমক! জেনে নিন বিস্তারিত

সেরা ভিডিও

আরও দেখুন
হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে শিল্পাঞ্চলবাসী, একবার চেখে দেখবেন নাকি আপনিও?
আরও দেখুন

পরবর্তীতে যশস্বী দেশের হয়ে সব ফরম্যাটে জায়গা করে নেওয়ার পর পরিবারের আর্থিক টানাপোড়েন কমে আসে। আর তখনই তেজস্বী আবার নিজের স্বপ্নে ফিরে আসেন। ত্রিপুরার হয়ে তার এই দুর্দান্ত প্রত্যাবর্তন শুধু একটি ইনিংস নয়, দুই ভাইয়ের ত্যাগ, ভালোবাসা এবং স্বপ্নপূরণের এক অনন্য দৃষ্টান্ত।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
এবার ব্যাট হাতে কামাল দেখালেন যশস্বীর ভাই তেজস্বী, খেললেন মারকাটারি ইনিংস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল