এখন পর্যন্ত যশস্বী চারটি দলিপ ট্রফি ম্যাচে সাত ইনিংসে ৫৩৬ রান করেছেন। এর মধ্যে রয়েছে দুটি ডাবল সেঞ্চুরি—একটি নর্থ ইস্ট জোনের বিপক্ষে ২২৮ রান ও অন্যটি ফাইনালে সাউথ জোনের বিপক্ষে ২৬৫ রান। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি ইতোমধ্যেই এলিট তালিকায় জায়গা করে নিয়েছেন, যেখানে আছেন অরুণ লাল, লালচাঁদ রাজপুত, দিনেশ মোঙ্গিয়া, যুবরাজ সিং ও মণীশ পাণ্ডে।
advertisement
এই ব্যাটাররা প্রত্যেকে দলিপ ট্রফিতে দুটি করে ডাবল সেঞ্চুরি করেছেন। অরুণ লাল ১৯৮৬ সালে, রাজপুত ১৯৮৫ ও ১৯৮৭ সালে, মোঙ্গিয়া ২০০১ সালে, যুবরাজ ২০০২ ও ২০১২ সালে, এবং মণীশ পাণ্ডে ২০১১ ও ২০১৩ সালে এই কীর্তি গড়েন। তবে তিনটি ডাবল সেঞ্চুরির নজির এখনো কেউ গড়তে পারেননি।
আরও পড়ুনঃ এশিয়া কাপের আগে গিলের শারীরিক অবস্থা নিয়ে বড় আপডেট! খেলতে পারবেন তো? রইল আপডেট
টেস্ট ক্রিকেটে দ্রুততম ২০০০ রান করার কৃতিত্ব অর্জনকারী যশস্বী জয়সওয়াল সম্প্রতি অনুষ্ঠিত ইংল্যান্ড সিরিজেও দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি পাঁচ ম্যাচে ৪১২ রান করেন, যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি। দলীপ ট্রফিতে তিনি সেই ফর্ম বজায় রাখতে পারলে রেকর্ড বইয়ে তার নাম লেখা শুধু সময়ের অপেক্ষা।