নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ভারতের ১৫ জনের এই টেস্ট দলে থাকছেন- বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), রোহিত শর্মা, শুবমন গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল। সেই দল থেকে ১৫ সদস্যের দলে ঠাঁই হল না লোকেশ রাহুল, ময়াঙ্ক আগরওয়াল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দরের।
advertisement
রোহিতের সঙ্গে শুভমানই যে ওপেন করবেন তা পরিষ্কার হয়ে গিয়েছে ।এই দলে লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল না থাকায় অন্তত সেটাই পরিষ্কার হচ্ছে। ভারত সম্ভবত তিন পেসার ও দুই স্পিনারেই যেতে চাইবে। কারণ, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা দুজনেই ভাল ব্যাট করেন বলে ব্যাটিং গভীরতা বাড়াতে হনুমা বিহারীকে দলে রাখার প্রয়োজন হবে না। জশপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি দলে নিশ্চিত। তৃতীয় পেসার হিসেবে অভিজ্ঞ ইশান্ত শর্মাকে খেলানাে হবে নাকি ছন্দে না থাকা মহম্মদ সিরাজকে সুযোগ দেওয়া হবে সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল। এই হাইভোল্টেজ সিরিজ নিয়ে ইতিমধ্যে পারদ চড়তে শুরু করেছে। ইউরো, কোপার মাঝেও ভারত-নিউ জিল্যান্ডের বিশ্ব সেরা টেস্ট দল হয়ে ওঠার চ্যালেঞ্জ ক্রীড়াপ্রেমীদের আলাদা আকর্ষণ হবে। তা ছাড়া নিউ জিল্য়ান্ডকে হারিয়ে টেস্টে নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করার এর থেকে ভাল সুযোগ হয়তো কোহলি অ্যান্ড কোং আর পাবে না।