দক্ষিণ আফ্রিকার দল ঘোষণায় সবথেকে আলোচিত সিদ্ধান্ত হল তৃতীয় পেসার হিসেবে অভিজ্ঞ লুঙ্গি এনগিডিকে অন্তর্ভুক্ত করা। তিনি সাম্প্রতিক সময়ে ফিটনেস সমস্যায় ভুগেছেন এবং জানুয়ারি ২০২৪ থেকে কেবল একটি টেস্ট খেলেছেন। তবে এনগিডির অভিজ্ঞতা ও অতিরিক্ত গতি বিবেচনায় নিয়ে তাকে দলে রাখা হয়েছে। ফলে বাদ পড়েছেন অভিজ্ঞ ডেন প্যাটারসন, যিনি সাম্প্রতিক দুটি টেস্টে পাঁচ উইকেট করে নিয়েছিলেন।
advertisement
দল ঘোষণার পর প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা জানান, “এটা কঠিন সিদ্ধান্ত ছিল। প্যাটো ভালো পারফর্ম করলেও কৌশলগত কারণে এনগিডিকে নেওয়া হয়েছে। ওর উচ্চতা, গতি এবং অভিজ্ঞতা আমাদের বোলিং আক্রমণকে আরও ভারসাম্যপূর্ণ করবে।”
এছাড়াও বড় একটি চমক হলো অলরাউন্ডার উইয়ান মুলডারকে ব্যাটিং পজিশনে তিন নম্বরে রাখা। যদিও তিনি এই পজিশনে কেবল দুবার ব্যাট করেছেন এবং সাফল্যও পাননি। তবে অধিনায়কের আস্থা তার ওপর। বাভুমা বলেন, “মুলডার তরুণ হলেও প্রতিভাবান। আমরা ওকে সমর্থন দিচ্ছি। আশা করি সে নিজের খেলাটা খেলতে পারবে।”
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়মশিপের ফাইনালে প্রোটিয়াদের একাদশে রয়েছেন: এডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুলডার, ট্রিস্টান স্টাবস, টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ এবং লুঙ্গি এনগিডি।
আরও পড়ুনঃ Shreyas Iyer-Preity Zinta: ‘উত্তেজনায় বাথরুমে চলে যাই…’, প্রীতি জিন্টার সামনে শ্রেয়স আইয়ারের গোপন স্বীকারোক্তি! জানুন অজানা কাহিনি
প্রসঙ্গত, প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। ফলে দেশকে প্রথম আইসিসি ট্রফি জয়ের স্বাদ দেওয়া ও ইতিহাস গড়ার বড় সুযোগ টেম্বা বাভুমার দলের সামনে। অপরদিকে, টাইটেল ডিফেন্ড করতে নামছে অজিরা। ক্রিকেটের মক্কায় হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।