ওভালে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ঠান্ডা মাথায় এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। ওপেনিং জুটিতে ৪১ রান যোগ করার একপ্রকার দুর্ভাগ্যের শিকারল হন গিল। বোল্যান্ডের বলে গ্রিন ক্যাচ ধরলেও তা মাটিতে ছুঁয়েছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। আম্পায়র আউট দিলেও ভিডিও দেখে ক্রিকেটবিশেষজ্ঞরা মনে করছেন বল মাটিতে স্পর্শ করেছে। বড় ম্যাচে এমন সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়ে চরম বিতর্ক।
advertisement
চতুর্থ দিনের খেলা শেষে সোশ্যাল মিডিয়ায় গ্রিনের ক্যাচ নেওয়ার ছবি দিয়ে আর ইমোজি দিয়ে নীরব প্রতিবাদ জানিয়েছেনশুভমান গিল। ট্যুইটারে ছবি পোস্ট করে গিল আতসকাচ ও মাথা চাপড়ানোর ইমোজি দিয়েছেন। আর নিজের ইনস্টা স্টোরিতেও গ্রিনের ক্যাচের ছবি দিয়ে হাততালি দেওয়ার ইমোজি দেন শুভমান গিল। মাঠেও আম্পায়ারের সিদ্ধান্তের পর গিলকে বিরক্ত প্রকাশ করতে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক পোস্ট সেই বিরক্তিরই বহিঃপ্রকাশ।
শুভমান গিলের আউট নিয়ে সরব হয়েথেন প্রাক্তন ক্রিকেটাররাও। সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী, বীরেন্দ্র সেওয়াগ, কুমারা সাঙ্গাকারার মত তারকারাও আউট নিয়ে আম্পায়ের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন। এমনকী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ফলে গিলের আউট নিয়ে ক্রিকেট বিশ্ব তোলপার বলা যেতেই পারে।