সম্প্রতি বদলে গিয়েছে ভারতীয় দলের জার্সি স্পনসর। অ্যাডিডাসের সঙ্গে চুক্তি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। জানা গিয়েছিল খুব শীঘ্রই সামনে আসতে চলেছে টেস্ট, একদিনের ক্রিকেট ও টি-২০ কেটে ভারতীয় দলের নতুন জার্সি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের ৩ ফর্ম্যাটের নতুন জার্সি প্রকাশ করা হয়েছে। তাতে টেস্টেক জার্সি সাদা। সেখানে নীল রঙে লেখা ইন্ডিয়া ও কাঁধের কাছে নীল রঙের স্ট্রাইপ রয়েছে। এছাড়া ওডিআই ও টি-২০ দলের জার্সির রং আকাশি নীল। এক দিনের ক্রিকেটের জার্সির রং তুলনায় গাঢ়। জার্সির নকশাও আলাদা।
advertisement
আরও পড়ুনঃ MS Dhoni Knee Surgery: মুম্বইতে সফল অস্ত্রোপচার হল এমএস ধোনির, এখন কেমন আছেন সিএসকে অধিনায়ক
এদিন ভারতীয় দলের নতুন জার্সি প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কোনও ভারতীয় ক্রিকেটার। ভারতীয় দল লন্ডনে থাকার কারণেই কেউ উপস্থিত থাকতে পারেননি। জার্সি প্রকাশের যে ভিডিও সামনে এসেছে তাতে রয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। ভিডিওতে গ্রাফিকাল প্রেজেন্টেশনের মাধ্যমে জার্সি ৩টি উঠে আসে। ভারতীয় দলের নতুন জার্সির প্রথম ঝলক সকলেরই পছন্দ হয়েছে। এবার শুধু এই জার্সি পরে মাঠে টিম ইন্ডিয়াকে দেখার অপেক্ষায় ফ্যানেরা।