নাডার বাধা টপকালেও কোর্ট অব আরবিট্রেশনের বাধা তিনি টপকাতে পারবেন কি না তা নিয়ে বৃহস্পতিবার সারা দিন ছিল টানটান উত্তেজনা। আজ, শুক্রবারই ছিল তাঁর ৭৪ কেজির ইভেন্ট। কিন্তু সেখানে আর নামা হল না নরসিংয়ের ৷ অলিম্পিকে না নেমেই ফিরে আসতে হচ্ছে নরসিংকে ৷
ভারতীয় সময় শুক্রবার সন্ধেয় নরসিং-এর লড়াই ছিল ফ্রান্সের জেলিম খান খাদজিয়েভের বিরুদ্ধে। সেই ইভেন্টে নরসিংহের নাম দেখার পরেই কেউ কেউ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রটিয়ে দেন নরসিংহ মুক্ত হয়ে গিয়েছেন। কিন্তু বাস্তবে সেটা রটনাই ছিল ৷ নরসিং এ দিন শুনানিতেও হাজির ছিলেন না। তিনি প্র্যাকটিসে গিয়েছিলেন। সিদ্ধান্ত জানার পর ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ সিং বলেন, “এই সিদ্ধান্তে আমরা শোকাহত। নরসিং একেবারেই ভেঙে পড়েছেন। এমন সময় এই শুনানির কথা আমাদের জানানো হয়েছে যে, আমরা আইনজীবী নিয়োগেরও সময় পাইনি। যত দ্রুত সম্ভব নরসিং গেমস ভিলেজ ছেড়ে দেবেন।”
advertisement