ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন মেগ ল্যানিং। অধিনায়কের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল তা প্রমাণ করে দেয় দিল্লির বোলাররা। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইউপি ওয়ারিয়র্স। শ্বেতা শেরাওয়াত ৪৫ রানের ইনিংস না খেললে একশো পারও করতে পারত না ইউপি। শ্বেত ছাড়া ইউপির কোনও ব্যাটার ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। দিল্লির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন রাধা যাদব, ৩টি উইকেট মারিজান কাপ। ১১৯ রানে শেষ হয় ইউপির ইনিংস।
advertisement
১২০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্য়াটিং করেন দিল্লির দুই ওপেনার মেগ ল্যানিং ও শেফালি বর্মা। একের পর এক মারকাটারি শট খেলেন দুই তারকা ব্যাটার। ইউপির বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেন মেগ ল্যানিং ও শেফাবি বর্মা। ঝড়ের গতিতে শতরানের পার্টনারশিপ করেন দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার।
আরও পড়ুনঃ East Bengal: নন্দর গোলে চেন্নাই ‘বধ’ ইস্টবেঙ্গলের, টিকে থাকল লাল-হলুদের প্লে অফের আশা
ওপেনিং জুটি ১১৯ রানের পার্টনারশিপ করেন ল্যানিং ও শেফালি। দুজনেই ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করেন। এরপর ব্যক্তিগত ৫১ রান করে আউট হন মেগ ল্যানিং। তবে ততক্ষণে দলের জয় নিশ্চিৎ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ৬৪ রানে অপরাজিত থাকেন শেফালি বর্মা ও ৪ রানে জেমাইমা রড্রিগেজ। ১৪.৩ ওভারে ১২৩ রান করে ৯ উইকেটে ম্যাচ জেতে দিল্লি ক্যাপিটালস।