এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ন্স উইমেন দল৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচের ফয়সালা হয় শেষ বলে৷ এদিন ৪ উইকেটে ম্যাচ জেতে হরমনপ্রীতের মেয়েরা৷ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান তোলে দিল্লি৷
দিল্লির জার্সিতে সর্বোচ্চ রান করেন অ্যালিস ক্যাপসি৷ তিনি ৫৩ বলে ৮ টি চার ও ৩ টি ছক্কায় ৭৫ রান করেন৷ তাঁর এদিনের ইনিংসের ছক্কা ইতিমধ্যেই ভাইরাল ভিডিও৷
advertisement
এছাড়াও ২৪ বলে ৪২ রানের ধামাকা ইনিংস আসে জেমিমা রডরিগেজের ব্যাট থেকে৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ছিল ৫ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান করে দিল্লি ক্যাপিটাল্স৷ মুম্বইয়ের এমিলা কের ও ন্যাট সাইভার ব্রান্ট ২ টি করে উইকেট নেন৷
এদিকে রান তাড়া করতে নেমে মুম্বই শুরুতেই হ্যালি ম্যাথুজকে হারায়৷ ৪৫ বলে ৫৭ করা যস্তিকা ভাটিয়া এবং ৩৪ বলে ৫৫ করেন হরমনপ্রীত কউর দলকে লড়াইতে এগিয়ে নিয়ে যান৷ তবে শেষ বলে সজীবন সজানা ছক্কা মেরে মুম্বইকে জয় এনে দেন৷ এদিন দিল্লির হয়ে সফলতম বোলার অরুন্ধতী রেড্ডি এবং অ্যালিস ক্যাপসি ৷ দুজনেই ২ টি করে উইকেট নিয়েছেন৷