TRENDING:

Deepti Sharma: দীপ্তির হ্যাটট্রিক, গ্রেস হ্যারিসের ম্যাচ উইনিং ওভার, দিল্লিকে ১ রানে হারাল ইউপি

Last Updated:

WPL 2024 DC vs UP: রুদ্ধশ্বাস লাস্ট ওভার লো স্কোরিং থ্রিলার। উইমেন্স প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালস হারিয়ে লিগ টেবিলের লড়াই জমিয়ে দিল ইউপি ওয়ারিয়র্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: দীপ্তি শর্মার হ্যাটট্রিক। রুদ্ধশ্বাস ম্যাচে গ্রেস হ্যারিসের লাস্ট ওভারে লো স্কোরিং বোলিং। লো স্কোরিং থ্রিলার দুরন্ত জয় পেল ইউপি। উইমেন্স প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালস হারিয়ে লিগ টেবিলের লড়াই জমিয়ে দিল ইউপি ওয়ারিয়র্স। ১ রান ম্যাচ জিতল অ্যালিাসা হেলির দল। শেষ ওভারে ম্যাচ উইনিং বোলিং করলেন গ্রেস হ্যারিস। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৩৮ রান করে ইউপি। জবাবে ১৯.৫ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায় মেগ ল্যানিংয়ের দিল্লি।
advertisement

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইউপি। ১০ রানের প্রথম উইকেট পড়ে। কারপর অ্যালিসা হেলি ও দীপ্তি শর্মার ৪৬ রানের পার্টনারশিপ ছাড়া কোনও বড় জুটি গড়ে ওঠেনি। হেলি ২৯ রান করে আউট হন। এরপর থেকে একদিক থেকে দীপ্তি শর্মা টিকে থাকলেও অপরদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। দীপ্তি শর্মার ৫৯ রানের ইনিংসের সৌজন্যে সম্মান জনক স্কোরে পৌছায় ইউপি। দীপ্তি , হেলি ছাড়া ও গ্রেস হ্যারিসের ১৪ রান ছাড়া কোনও ইউপি ব্যাটার ১০ রানের গণ্ডি টপকাতে পারত না। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান করে ইউপি।

advertisement

রান তাড়া করতে নেমে দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং ছাড়া কোনও ব্যাটার সেভাবে লড়াই টুকু দিতে পারেনি। একদিক থেকে ল্যনিং কুম্ভ হয়ে দাঁড়িয়ে থাকলেও অপরদিক থেকে নিয়মিত ব্যবধানে পড়তে থাকে উইকেট। ৬০ রান করে মেগ ল্যানি। এছাড়া শেফালি বর্মা ১৫, অ্যালি, ক্যাপসে ১৫, জেমাইমা রড্রিগেজ ১৭ রান করেন। যদিও দিল্লি অধিনায়কের লড়াকু ইনিংসের সৌজন্যে জয়ের কাছাকাছি পৌছে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ম্যাচে হ্যাটট্রিক করেন দীপ্তি শর্মা। ১৪ তম ওভারের লাস্ট বলে, ১৯ তম ওবারের প্রথম ২ বলে উইকেট নেন দীপ্তি।

advertisement

আরও পড়ুনঃ KKR Team News: জানা গেল কেকেআরের গোপন প্ল্যান! প্রতিপক্ষ খাবে নাকানি-চোবানি? এমন ছক সাজাচ্ছেন গম্ভীর

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

শেষের দিকে জেস জনাসেন ও রাধা যাদবের উপর নিরভর করছিল দিল্লি জয়ের ভাগ্য। কিন্তু গ্রেস হ্যারিসের ৫ বলে ৩ উইকেট ফেলে ম্যাচে রং পুরোপুরি বদলে দেয়। জেস জনাসেন ১১ রান করে রান আউট হন। রাধা যাদব ৯ রানে করে বোল্ড হন। খাতা না খুলেই ক্যাচ আউট হন তিতাস সাধু। ১ রানে ম্যাচ জেতে দিল্লি। এই জয়ের ফলে একদিকে যেমন পরের রাউন্ডে যাওয়ার আশা টিকে থাকল ইউপির। আর জমে উঠল দিল্লি, মুম্বই ও আরসিবির মধ্যে শীর্ষস্থান দখলের লড়াই।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Deepti Sharma: দীপ্তির হ্যাটট্রিক, গ্রেস হ্যারিসের ম্যাচ উইনিং ওভার, দিল্লিকে ১ রানে হারাল ইউপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল