ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইউপি। ১০ রানের প্রথম উইকেট পড়ে। কারপর অ্যালিসা হেলি ও দীপ্তি শর্মার ৪৬ রানের পার্টনারশিপ ছাড়া কোনও বড় জুটি গড়ে ওঠেনি। হেলি ২৯ রান করে আউট হন। এরপর থেকে একদিক থেকে দীপ্তি শর্মা টিকে থাকলেও অপরদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। দীপ্তি শর্মার ৫৯ রানের ইনিংসের সৌজন্যে সম্মান জনক স্কোরে পৌছায় ইউপি। দীপ্তি , হেলি ছাড়া ও গ্রেস হ্যারিসের ১৪ রান ছাড়া কোনও ইউপি ব্যাটার ১০ রানের গণ্ডি টপকাতে পারত না। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান করে ইউপি।
advertisement
রান তাড়া করতে নেমে দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং ছাড়া কোনও ব্যাটার সেভাবে লড়াই টুকু দিতে পারেনি। একদিক থেকে ল্যনিং কুম্ভ হয়ে দাঁড়িয়ে থাকলেও অপরদিক থেকে নিয়মিত ব্যবধানে পড়তে থাকে উইকেট। ৬০ রান করে মেগ ল্যানি। এছাড়া শেফালি বর্মা ১৫, অ্যালি, ক্যাপসে ১৫, জেমাইমা রড্রিগেজ ১৭ রান করেন। যদিও দিল্লি অধিনায়কের লড়াকু ইনিংসের সৌজন্যে জয়ের কাছাকাছি পৌছে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ম্যাচে হ্যাটট্রিক করেন দীপ্তি শর্মা। ১৪ তম ওভারের লাস্ট বলে, ১৯ তম ওবারের প্রথম ২ বলে উইকেট নেন দীপ্তি।
আরও পড়ুনঃ KKR Team News: জানা গেল কেকেআরের গোপন প্ল্যান! প্রতিপক্ষ খাবে নাকানি-চোবানি? এমন ছক সাজাচ্ছেন গম্ভীর
শেষের দিকে জেস জনাসেন ও রাধা যাদবের উপর নিরভর করছিল দিল্লি জয়ের ভাগ্য। কিন্তু গ্রেস হ্যারিসের ৫ বলে ৩ উইকেট ফেলে ম্যাচে রং পুরোপুরি বদলে দেয়। জেস জনাসেন ১১ রান করে রান আউট হন। রাধা যাদব ৯ রানে করে বোল্ড হন। খাতা না খুলেই ক্যাচ আউট হন তিতাস সাধু। ১ রানে ম্যাচ জেতে দিল্লি। এই জয়ের ফলে একদিকে যেমন পরের রাউন্ডে যাওয়ার আশা টিকে থাকল ইউপির। আর জমে উঠল দিল্লি, মুম্বই ও আরসিবির মধ্যে শীর্ষস্থান দখলের লড়াই।